X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘টাকার জন্য হলে আমি অন্য ক্লাবে থাকতাম’

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ২০:২৭আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ২২:০৯

পিএসজির জার্সি হাতে নেইমার ‘বার্সেলোনায় আমি সুখে আছি’- কথাটা যে কতবার বলেছেন নেইমার। এই সুখী জীবন থেকেই গত বছরের অক্টোবরে ৫ বছরের নতুন চুক্তি করেন কাতালান ক্লাবটির সঙ্গে। কে জানতো সুখের সময়টা ৯ মাসও পেরোবে না! ৫ বছরের লম্বা চুক্তিতে ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকার কথা থাকলেও ২০১৭ সালের আগস্টেই বিদায় বলে দিলেন বার্সেলোনাকে। কিন্তু কেন? কারণ হিসেবে অনেক কথাই শোনা যাচ্ছে বাতাসে, যার মধ্যে অন্যতম টাকা। প্যারিস সেন্ত জার্মেইয়ের লোভনীয় বেতনের প্রস্তাব বার্সেলোনা ছাড়তে নেইমারকে প্রভাবিত করেছে বলে খবর ইউরোপিয়ান মিডিয়ার। যদিও কথাটা পুরোপুরি অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা।

তাহলে? নেইমার অবশ্য বৃহস্পতিবারই নিশ্চিত করেছিলেন, পিএসজির ‘উচ্চাকাঙ্ক্ষা’ তাকে টেনে এনেছে ফরাসি ক্লাবটিতে। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে পিএসজি খেলোয়াড় হিসেবে পরিচয় পর্বেও একই কথা শুনিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। সঙ্গে এটাও জানিয়ে রেখেছেন, শুধু টাকার জন্য হলে অন্য ক্লাবে থাকতেন তিনি।

২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়ে বছরে নেইমার আয় করবেন ৪৫ মিলিয়ন ইউরো। সবমিলিয়ে নেইমারের পেছনে পিএসজির প্রায় ৪৫০ মিলিয়ন ইউরো খরচ হবে বলে দাবি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র। চুক্তিতে বেতনের সঙ্গে আরও অনেক কিছু তোলা আছে নেইমারের জন্য। চুক্তি স্বাক্ষরের পরই ৪০ মিলিয়ন ইউরো বোনাস, প্রাইভেট জেট ও পিএসজির মালিকানা গ্রুপের হোটেলের লভ্যাংশ পাবেন ব্রাজিলিয়ান তারকা। লোভনীয় এই প্রস্তাবেই কি ফরাসি ক্লাবে যোগ দেওয়া, প্রশ্নটা এসেই গেল সংবাদ সম্মেলনে। প্রস্তুত হয়েই ছিলেন নেইমার, জবাবটা হলো তাই গোছানো, ‘এ ধরনের মানুষজনকে আমি আর কী বলব, তারা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানে না। টাকা কখনোই আমাকে প্ররোচিত করতে পারেনি।’

যারা ভাবছেন টাকার জন্য তিনি যোগ দিয়েছেন পিএসজিতে, তাদের জন্য একটা বাণীও দিয়ে রেখেছেন নেইমার, ‘যদি টাকার পিছে ছুটতাম, তাহলে আমি অন্য কোথাও থাকতাম; অন্য কোনও দেশের অন্য কোনও ক্লাবে। সত্যি কষ্ট পেয়েছি মানুষের এমন ভাবনা দেখে। তবে আমি খুশি পিএসজি আমার ওপর আস্থা রেখেছে বলে।’

আস্থার ঝলকও খানিকটা দেখিয়েছেন ফরাসি ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফি। তিনি সমর্থন দিয়েছেন নেইমারকে, ‘আমাদের এই প্রকল্পটা পছন্দ হয়েছে বলেই নেইমার এসেছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা যে টাকা দিচ্ছি, তার চেয়ে অনেক বেশি টাকা ও পেতে পারতো।’ বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ