X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচের শেষ দিন খেলছেন না ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ১০:১৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১০:৪০

হেলমেট পরলেও আঘাতে মাটিতে পড়ে যান ওয়ার্নার। মাথায় বল লেগে প্রাণ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজ। মর্মান্তিক সেই ঘটনার স্মৃতি এখনও বয়ে বেড়ায় অস্ট্রেলিয়া। গতকাল তেমনই এক ঘটনায় সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন বাংলাদেশ সফরে আসার অপেক্ষায় থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার! ভাগ্যদেবী সহায় ছিল হয়তো, তাই অল্পের মধ্যে দিয়েই মাঠ ছেড়েছেন। তবে হাল্কা চোট নিয়ে মাঠ ছাড়লেও নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আজকে আর মাঠে নামছেন না ওয়ার্নার।

ডারউইনে মারারা ওভালে দুই ভাগে ভাগ হয়ে খেলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। স্টিভেন স্মিথের দলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন জোশ হ্যাজলউডের ওভারে ব্যাট করছিলেন ওয়ার্নার। একটি বাউন্সারের জবাবে হুক করতে গিয়ে বলে ব্যাট লাগাতে পারেননি। বল গিয়ে লাগে গলার একপাশে। হেলমেট পরলেও ওই আঘাতে মাটিতে পড়ে যান ওয়ার্নার। অবশ্য সঙ্গে সঙ্গে নিজের পায়ে ভর করে উঠে দাঁড়ান। এরপর গ্লাভস-হেলমেট খুলে সোজা ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন। এসময় চোখে মুখে সেই আচমকা ঘটনার মূর্তি ফুটে উঠে। পরে বরফ পুটলি দিলেও কিছুটা ভারসাম্য হারিয়েছেন মনে হওয়াতে আজকের ম্যাচে তাকে না নামানোর সিদ্ধান্তই নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পরে তার ফিটনেস পরীক্ষা করলে দেখা যায়, জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি ওয়ার্নারের। তারপরেও বাংলাদেশ সফরের আগে কোনও ঝুঁকি নিতে রাজি নয় ম্যানেজমেন্ট।  রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১৪ বলে ২ রানে ব্যাট করছিলেন স্মিথের ডেপুটি।

গতকাল ম্যাচের পর ওয়ার্নারকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল সবাই। সেই কথা নিজের মুখেই জানান পেসার কামিন্স, ‘ভালো লাগছে যে ওর তেমন কিছুই হয়নি। কিছুটা হয়তো ব্যথা আছে। কিন্তু ও সুস্থ আছে। যেহেতু এটা প্রস্তুতি ম্যাচ, তাই আজ আর সে খেলবে না।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী