X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেকের জায়গায় প্রথম টেস্টে মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৮:১১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৮:৩৮

কোচ হাথুরুসিংহের সঙ্গে মুমিনুল (বিসিবি, ফাইল ফটো) শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিন পরেই দলে পরিবর্তন! মোসাদ্দেক হোসেনের ইনজুরিতে ভাগ্য খুললো মুমিনুল হকের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের দলে ঢুকে গেলেন টানা ১১ টেস্টে হাফসেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটসম্যান।

মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘মোসাদ্দেক হোসেনের পরিবর্তে মুমিনুলকে নেওয়া হয়েছে। মোসাদ্দেকের চোখের অবস্থা ভালো নয়। সূর্যের নিচে আগামী ৭ থেকে ১০দিন সে কাজ করতে পারবে না, শুধুমাত্র ইনডোরে কাজ করতে পারবে। এ কারণে তার পরিবর্তে মুমিনুলকে দলে নেওয়া হয়েছে।’

মোসাদ্দেকের সমস্যা বেশ আগে থেকেই ছিল। দল ঘোষণার সময় বিষয়টি নিয়ে কেন ভাবা হয়নি প্রশ্নে নান্নু বলেছেন, ‘আমরা ভেবেছিলাম ওর চোখ ঠিক হয়ে যাবে। কিন্তু ঝুঁকি নিয়ে খেলালে ভবিষ্যতে ওর সমস্যা হতে পারে। তাই বাদ দেওয়া হয়েছে।’

শনিবার মুমিনুলের বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলন ছিল উত্তাল। প্রধান নির্বাচক নান্নু ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে ধেয়ে যাওয়া বেশিরভাগ প্রশ্ন ছিল মুমিনুলকে নিয়ে। ‘বিশেষ’ কোনও চাপে তাকে নেওয়া হয়েছে কিনা প্রশ্নে দ্বিধায় পড়ে যাওয়া প্রধান নির্বাচকের উত্তর, ‘আমি আগেও বলেছি, নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। মুমিনুলকে তো আমরা একেবারে বাদ দেইনি। প্রথম টেস্টের জন্য দল দেওয়া হয়েছে। মুমিনুল আমাদের পুলের খেলোয়াড়। আামাদের যাকে যখন প্রয়োজন হবে, তাকেই  নেওয়া হবে। এটা নিয়ে এতো আলোচনার কিছু নেই। আমাদের পুলে ২৯ জন খেলোয়াড় আছে। এখন মুমিনুলকে প্রয়োজন, তাই তাকে দলে নিলাম।’

বাংলাদেশের প্রথম টেস্টের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, নাসির হোসেন, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

/আরআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!