X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাইআউট ক্লজ দিয়ে মেসিকেও কেনা সম্ভব!

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৭, ১৬:৫২আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:৫৮

বাইআউট ক্লজ দিয়ে মেসিকেও কেনা সম্ভব! নেইমারকে বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ত জার্মেই। অবিশ্বাস্য দামে ব্রাজিলিয়ান তারকাকে দলে টেনে ফরাসি ক্লাবটি যে বিস্ময়ের জন্ম দিয়েছে, সেটা ভবিষ্যৎ ফুটবলে আরও ঘটবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকদের অনেকে। সেই তালিকায় লিওনেল মেসির নাম আসাটা মোটেও অস্বাভাবিক নয়। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাবেক কোচ পেপ গার্দিওলারই যেমন ধারণা, মেসির বাইআউট ক্লজের শর্ত পূরণ করার ক্ষমতা আছে ইউরোপের কোনও না কোনও ক্লাবের। সেটা ম্যানচেস্টার সিটি কিনা, তা অবশ্য স্পষ্ট করেননি।

বার্সেলোনার সঙ্গে মেসি নতুন চুক্তি না করায় অনেক গুঞ্জন উড়াউড়ি করছিল বাতাসে। শেষ পর্যন্ত কাতালান ক্লাবটি গত মাসে ঘোষণা করে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন মেসি। যদিও এখনও চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। ২০১৮ সাল পর্যন্ত থাকা আগের চুক্তি অনুযায়ী পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বাইআউট ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো। নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজের শর্ত পূরণ করে ইউরোর যে ঝনঝনানি শুনিয়েছে পিএসজি, মেসির বেলাতেও সেরকম কিছু হতে পারে কিনা- এমন প্রশ্নে গার্দিওলার উত্তর, ‘জানি না। কেউ নিশ্চয় আছে, যাদের অনেক টাকা আছে এবং তারা খরচ করতে ইচ্ছুক। হতেও পারে এমনটা (মেসির বাইআউট ক্লজ দিয়ে কেনা)।’

সোমবার রাতে ঘরের মাঠে ম্যানসিটি ১-১ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। ১০ জনের দল নিয়েও সফরকারীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় সন্তুষ্ট গার্দিওলা, ‘জয়ের জন্যই আমরা মাঠে নেমেছিলাম। তবে ৬০ মিনিট ১১ জনের বিপক্ষে ১০ জনের লড়াই চালিয়ে শেষ পর্যন্ত ড্র করাটা জয়ের মতোই। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। বিপরীতে ওরা একটাই সুযোগ পেয়ে গোল করেছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ