X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ওয়ানডের অধিনায়কত্ব ছাড়লেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ২২:৫৯আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:০৬

এবি ডি ভিলিয়ার্স টেস্ট থেকে অবসর নিতে পারেন এবি ডি ভিলিয়ার্স- দক্ষিণ আফ্রিকার মিডিয়ায় উড়াউড়ি করছিল গুঞ্জনটা। প্রোটিয়া ব্যাটসম্যান অবশ্য ছিলেন নীরব। অবশেষে নীরবতা ভেঙে টেস্ট ক্রিকেট নিজের পথচলা সচল রাখার কথা জানালেও বুধবার ঠিকই দিয়েছেন বড় এক ঘোষণা। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডি ভিলিয়ার্স। ৫০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেও প্রোটিয়াদের হয়ে খেলা চালিয়ে যাবেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিক।

টেস্ট ক্রিকেট থেকে অনেক দিন বাইরে ডি ভিলিয়ার্স। সেই ২০১৬ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন সবশেষ পাঁচ দিনের ম্যাচ। টেস্ট থেকে বাইরে থাকার সময়েই আবার ঘোষণা দিলেন ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার। ফাফ দু প্লেসিসের অধীনে দক্ষিণ আফ্রিকা ভালো খেলায় নিজেকে গুটিয়ে নিয়েছেন অধিনায়কের জায়গা থেকে। দায়িত্ব ছাড়ার ঘোষণায় বিষয়টি উল্লেখ করে এই ব্যাটসম্যান বলেছেন, ‘ফাফ দু প্লেসিস টি-টোয়েন্টি ও টেস্টে দারুণ অধিনায়কত্ব করছে, যেটা আমার বিবেচনায় ছিল। তাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে জানিয়েছি, ওয়ানডের অধিনায়কের পদ থেকে আমি সরে দাঁড়াতে চাই।’

কনুইয়ের চোটে ক্রিকেট মাঠ থেকে ছিটকে যান ডি ভিলিয়ার্স গত বছরের জানুয়ারিতে। টেস্টে না ফিরলেও এ বছরের জানুয়ারিতে ফেরেন ওয়ানডে ক্রিকেটে। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বেও ছিলেন তিনি। গত ছয় বছর অধিনায়কের দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন খেলোয়াড়ের ভূমিকায়। তার জায়গায় নতুন যিনি দায়িত্ব নেবেন, তাকে সাহায্য করবেন ডি ভিলিয়ার্স, ‘গত ছয় বছর দলকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য অনেক গর্বের। তবে এটাই সঠিক সময় অন্য কারও ওয়ানডে দলকে এগিয়ে নেওয়ার। ওয়ানডে অধিনায়ক হিসেবে যাকেই নিয়োগ দেওয়া হোক, আমি তাকে পূর্ণ সমর্থন দেব।’

টেস্টে ফেরার জন্যও এখন প্রস্তুত ডি ভিলিয়ার্স, ‘জাতীয় নির্বাচকদের নিশ্চিত করেছি যে, সামনের মৌসুমে তিন ফরম্যাটের জন্য আমি প্রস্তুত।’ দক্ষিণ আফ্রিকার পরের সিরিজটা বাংলাদেশের বিপক্ষে। সেপ্টেম্বর-অক্টোবরের ওই সিরিজের টেস্টে যে তিনি খেলবেন না, সেটাই জানিয়ে রেখেছেন আগেই। তাই ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট দিয়েই হয়তো পাঁচ দিনের ক্রিকেটে ফিরবেন ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া ডি ভিলিয়ার্স। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!