X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নভেম্বরে পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪১

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ আরেকটা সুখবর পেল পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির ঘোষণা, ‘নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ আসছে পাকিস্তানে।’ এই সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে স্বাগতিকরা খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের বাতাস জোরেই বইতে শুরু করেছে পাকিস্তানে।

এ বছরের শুরু দিকে পিসিবি থেকে ঘোষণা এসেছিল বিশ্বের বড় দলগুলোকে তারা পাকিস্তানে আনতে নিজেদের সর্বোচ্চটা দেবে। এমনকি এটাও জানিয়েছিল, বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফরে আসবে। পিসিবির চেষ্টা সফল হয়েছে বিশ্ব একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সফলভাবে শেষ হওয়ায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও (ডাব্লিউআইসিবি) তাতে সন্তুষ্ট। যাতে পাকিস্তানে তাদের দল পাঠাতে কোনও সমস্যা নেই।

ডাব্লিউআইসিবি’র সভাপতি ডেভ ক্যামেরুনকে পাশে রেখেই শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন শেঠি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নভেম্বরের শেষ দিকে ক্যারিবিয়ানরা আসবে বলে জানিয়েছেন পিসিবি প্রধান। লাহোরের ওই তিন ম্যাচের সূচি শিগগিরই জানানোর কথাও উল্লেখ করেছেন সংবাদ সম্মেলনে।

ওয়েস্ট ইন্ডিজের যাওয়ার আগেই পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা। দলটি ২৯ অক্টোবর লাহোরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যদিও শেঠি চেষ্টা করছেন ম্যাচ বাড়ানোর, ‘আমি এখনও চেষ্টা করে যাচ্ছি, যাতে শ্রীলঙ্কা অন্তত দুটো ম্যাচ খেলে।’

এই শ্রীলঙ্কা দলই ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হলে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে যায় পাকিস্তানে। টেস্ট খেলুড়ে বড় কোনও দল এতদিনেও সফরে যায়নি পাকিস্তানে। ২০১৫ সালে জিম্বাবুয়ে সফর করলেও ওই সিরিজের অনুমোদন দেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দ্য নিউজ

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ