X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলের পঞ্চম আসরে কে কোন দলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৫

বিপিএলের পঞ্চম আসরে কে কোন দলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের জন্য খেলোয়াড়দের খসড়া তালিকা চূড়ান্ত হয়েছে শনিবার। অবশ্য আগে ভাগেই আইকন তারকা ও বিদেশি খেলোয়াড় নির্বাচিত হয়ে যাওয়ায় বাড়তি কোনও উত্তেজনা ছিল না এদিন। সেই সঙ্গে প্রতিটি দল আগের চারজন করে খেলোয়াড়কে ধরে রেখেছে। সবমিলিয়ে তাই খসড়া তালিকার চূড়ান্ত করতে আলাদা কোনও রোমাঞ্চ ছিল না। দেশি ১৪০ জনের তালিকা থেকে মাত্র ৫০ জনকে দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিরা।  অন্যদিকে বিদেশি ২০৮ জনের মধ্য থেকে ১৫ জনকে দলে ভিড়িয়েছে দলগুলো। তবে এই অনুষ্ঠানে বাড়তি আগ্রহের মূলে ছিলেন মোস্তাফিজুর রহমান। দল না পাওয়া এই তারকাকে লটারির মাধ্যমে শুরুতেই দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস।

আগামী ২ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের পঞ্চম আসরের। সিলেটের পর মিরপুর, পরে চট্টগ্রাম হয়ে ঢাকা এসে শেষ এই আসর।

বিপিএল পঞ্চম আসরের দলগুলোতে কারা কারা থাকছেন বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য সেসব তুলে ধরা হল:-

ঢাকা ডায়নামাইটস

আইকন: সাকিব আল হাসান।

ধরে রেখেছে: মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী মারুফ ও মোহাম্মদ শহীদ।

দেশি ক্রিকেটার: আবু হায়দার রনি, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, মো. সাদমান ইসলাম, জহুরুল ইসলাম অমি, নাদিফ চৌধুরী ও নুর আলম।

বিদেশি ক্রিকেটার: কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শেন ওয়াটসন, শাহীন শাহ আফ্রিদি, সুনীল নারিন, এভিন লুইস, কেভিন কুপার, গ্রায়েম ক্রেমার, ক্যামেরন ডেলপোর্ট, রোভম্যান পাওয়েল, রন্সফোর্ড বিটন, জো ডেনলি ও আকিল হোসেইন।

খুলনা টাইটানস

আইকন: মাহমুদউল্লাহ রিয়াদ।

ধরে রেখেছে: মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম ও আরিফুল হক।

দেশি ক্রিকেটার: নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহী, আফিফ হোসেন ধ্রুব, ধীমান ঘোষ, সাইফ হাসান ও ইয়াসির আলি চৌধুরী।

বিদেশি ক্রিকেটার: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস লিন, ডেভিড মালান, চ্যাডউইক ওয়ালটন, কাইল অ্যাবট, রাইলি রুশো, সেকুগে প্রসন্ন, জোফরা আর্চার ও শেহান জয়াসুরিয়া।

চিটাগং ভাইকিংস

আইকন: সৌম্য সরকার।

ধরে রেখেছে: তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও শুভাশিষ রায়।

দেশি ক্রিকেটার: সানজামুল ইসলাম, ইরফান শুক্কুর, মোহাম্মদ আল-আমিন, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত।

বিদেশি ক্রিকেটার: লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিস, দিলশান মুনাবিরা ও মিসবাহ-উল-হক।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আইকন: তামিম ইকবাল।

ধরে রেখেছে: ইমরুল কায়েস, লিটন কুমার দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন।

দেশি ক্রিকেটার: মোহাম্মদ আল-আমিন হোসেন, আরাফাত সানী, অলক কাপালী ও মেহেদী হাসান।

বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ড্যারেন ব্রাভো, ইমরান খান, ফখর জামান, জস বাটলার, মোহাম্মদ নবী, রশিদ খান, কলিন মুনরো, মারলন স্যামুয়েলস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও সোলোমান মির।

রাজশাহী কিংস

আইকন: মুশফিকুর রহিম।

ধরে রেখেছে: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।

দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদউজ্জামান, রনি তালুকদার, হোসেইন আলী, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিক।

বিদেশি ক্রিকেটার: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, উসামা মীর, রেজা আলি দার, সামিত পাটেল, মোহাম্মদ সামি ও জেমস ফ্রাঙ্কলিন।

রংপুর রাইডার্স

আইকন: মাশরাফি বিন মুর্তজা।

ধরে রেখেছে: মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন ও সোহাগ গাজী।

দেশি ক্রিকেটার: আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস আহমেদ, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মো. ইলিয়াস, এবাদত হোসেন ও নাহিদুল ইসলাম।

বিদেশি ক্রিকেটার: রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনাথন চার্লস, ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, থিসারা পেরেরা, কুশল পেরেরা ও জহির খান।

সিলেট সিক্সার্স

আইকন: সাব্বির রহমান।

নতুন যুক্ত: নাসির হোসেন, তাইজুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

দেশি ক্রিকেটার: আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন তান্না ও মোহাম্মদ শরীফুল্লাহ।

বিদেশি ক্রিকেটার: রস হোয়াইটলি, লিয়াম প্ল্যাঙ্কেট, দাসুন শশাঙ্ক, উইন্দু হাসারাঙ্গা, উসমান খান, বাবর আজম, আন্দ্রে ম্যাকারথি, চতুরঙ্গা ডি সিলভা, রিচার্ড লেভি, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্তোকি, ডেভি জ্যাকবস ও গোলাম মোদাসের খান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী