X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টেস্ট-ওয়ানডে লিগ আয়োজনে বাধা পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪

টেস্ট-ওয়ানডে লিগ আয়োজনে বাধা পাকিস্তান! এতদিন ভারত-পাকিস্তান দ্বন্দ্ব সীমাবদ্ধ ছিল দ্বিপক্ষীয় সিরিজে। এবার সেই দ্বন্দ্ব হানা দিয়েছে আইসিসি প্রস্তাবিত নতুন কাঠামোতে! অনেক দিন ধরেই টেস্ট ও ওয়ানডে লিগ চালু করার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী মাসে অকল্যান্ডে অনুষ্ঠেয় সভায় তা অনুমোদন হওয়ার কথা। কিন্তু এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট কোনও সিদ্ধান্ত না পেলে আইসিসির প্রস্তাবিত কাঠামোতে সই করবে না।

নতুন লিগের কাঠামো অনুযায়ী, শীর্ষ ৯টি দল খেলবে দুই বছর মেয়াদি টেস্ট লিগ। আর ওয়ানডেতে ১৩ দলের মাঝে হবে ওয়ানডে লিগ, যেটা হবে বিশ্বকাপ বাছাইয়ের বিকল্প। এই কাঠামোর বাইরে দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে ভারতের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কাঠামোতে সম্মতি থাকলেও পুরোনো বিষয়ে গোঁ ধরে বসে আছে তারা।

অবশ্য এর পেছনে আছে সম্প্রচার বাণিজ্য। পিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘ভারতকে দ্বিপক্ষীয় সিরিজের জন্য না পাওয়া মানে হলো আগামী ৮-১০ বছর তাদের সঙ্গে খেলার সুযোগ পাবো না আমরা। এমন ঝুঁকি এই মুহূর্তে আমরা নিতে রাজি নই। আমাদের জন্য এটা ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের সিদ্ধান্ত।’

অন্য ক্রিকেট বোর্ডগুলোর কাছে তার প্রশ্ন, ‘বাকি বোর্ডগুলোকে বলছি, তারা কি ভারতকে ছাড়া খেলবে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কি রাজি হবে? যদি তারা না খেলে, তাহলে আমরা কেন খেলবো? আমরা কোনও আপস করতে পারবো না। ভারতের সঙ্গে আমরা খেলার সুযোগ পেলেই পুরো কাঠামোকে কার্যকর বলা যাবে। এটা না হলে আমরা সই করবো না।’

ভারত-পাকিস্তান সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সে বছরের নভেম্বর-ডিসেম্বরে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০১২-১৩ মৌসুমে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়াই করেছিল দুদল। তবে এরপর থেকে শুধু আইসিসির প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।

দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে দুই দেশ সমঝোতা চুক্তি সই করলেও তা মানেনি ভারত। দুই দেশের নেতিবাচক মনোভাবে আইসিসির নতুন কাঠামো আলোর মুখ দেখে কিনা সেটাই বিরাট প্রশ্ন!-ক্রিকইনফো। 

এফআইআর/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!