X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চিটাগংকে হারিয়ে দুইয়ে উঠলো কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ২১:৪০আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২২:০৮

চিটাগংকে হারিয়ে দুইয়ে উঠলো কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে বিপিএলের প্রথম দেখায় হারের শোধ নিতে পারলো না চিটাগং ভাইকিংস। মঙ্গলবারও দাপটের সঙ্গে তাদের হারালো সাবেক চ্যাম্পিয়নরা। চিটাগংয়ের বিপক্ষে এবারের জয় ৬ উইকেটে। এই জয়ে চার ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট কুমিল্লার, তারা উঠে গেছে দুই নম্বরে। সমান পয়েন্টে শীর্ষে ঢাকা ডায়নামাইটস। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা সিলেট সিক্সার্স একই পয়েন্ট পেয়ে তিনে।

কুমিল্লার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৩৯ রান করে মিসবাহ উল হকের দল। জবাবে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে কুমিল্লা করে ১৪০ রান।

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ইনজুরিতে ছিটকে যাওয়া তামিম ইকবাল এদিন প্রথম বিপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে কুমিল্লার অধিনায়কত্ব ছিল মোহাম্মদ নবীর হাতেই। টস জিতে ফিল্ডিং নেন আফগান অধিনায়ক। কুমিল্লার বোলাররা এদিন উইকেট নেওয়ায় খুব একটা সফল না হলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। চিটাগংয়ের দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকার কেবল ছিলেন উজ্জ্বল। ১৯ বলে ইনিংস সেরা ৩১ রান করেন রনকি। মোহাম্মদ সাইফউদ্দিন তাকে ফিরিয়ে ভাঙেন ৪৬ রানের জুটি।

সৌম্য আউট হন ৩২ বলে ৩০ রান করে। মোহাম্মদ নবীর শিকার হন চিটাগং ওপেনার। মিসবাহ ও ক্রিস জর্ডান দুজনে সমান ১৬ রানে অপরাজিত ছিলেন। সাইফউদ্দিন ও নবীর মতো সমান একটি করে উইকেট পান রশীদ খান ও ডোয়াইন ব্রাভো।

কুমিল্লার উদ্বোধনী জুটিতে এদিন লিটন দাসের সঙ্গে নেমেছিলেন তামিম। কিন্তু নিজেকে মেলে ধরার আগেই দিলশান মুনাবিরার বলে শুভাশিষ রায়কে ক্যাচ দেন এই ওপেনার। মাত্র ১০ বলে ৪ রান করেন তিনি। লিটন ২০ বলে ২১ রান করে শ্রীলঙ্কান পেসারের দ্বিতীয় শিকার হন।

৩৯ রানে ২ উইকেট হারালেও কুমিল্লার সমস্যা হয়নি জয় পেতে। সেই পথ তৈরি করে দেন ইমরুল কায়েস ও জশ বাটলার। ৭৪ রানের জুটি গড়েন তারা। অবশ্য দুজনই মাঠ ছেড়েছেন হাফসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। সানজামুল ইসলামের টানা দুই ওভারে তারা আউট হন। ৩৬ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৫ রান করে প্রথমে সাজঘরে যান ইমরুল। বাটলার ৩১ বলে ৩ চার ও ২ ছয়ে আউট হন ৪৪ রান করেন। ইংলিশ এই ব্যাটসম্যান লক্ষ্য থেকে ৬ রান দূরে থাকতে মাঠ ছাড়েন। মারলন স্যামুয়েলসের ব্যাটে আসে জয়সূচক রান। ৮ বলে ১ চার ও ২ ছয়ে ১৭ রানে অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!