X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফুসির বিরুদ্ধে ফিফায় যাবে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ২০:৪৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২১:০০

হঠাৎ করেই শেখ জামালের চাকরি ছেড়েছেন আফুসি হঠাৎ করেই শেখ জামালের চাকরি ছেড়েছেন তাদের কোচ জোসেফ আফুসি। ঢাকা ছেড়ে যাওয়ার আগে ই-মেইলে পাঠিয়েছেন পদত্যাগপত্র। নাইজেরিয়ান এই কোচের এমন অপেশাদার আচরণে ক্ষুদ্ধ শেখ জামাল। প্রয়োজনে ফিফার কাছে নালিশ জানাতে চান ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের, ‘এটা তো কোনও নিয়ম হতে পারে না।  একটা লিগ চলাকালীন সময়ে ক্লাবের সঙ্গে কথা বলেই পদত্যাগ করে তিনি চলে যেতে পারতেন। আসলে অন্য কোথাও তার চাকরি হয়েছে বলে শেখ জামাল ছেড়ে পালিয়ে গেছেন। তাকে অগ্রীমও দেওয়া হয়েছিল।  স্থানীয় থানায় একটি জিডি করা হয়েছে। এসব ব্যাপার আমরা বাফুফে ও ফিফাকে জানাবো। তার বিরুদ্ধে আইনি পথে যাবো।’

জোসেফ আফুসির এভাবে হঠাৎ করে চলে যাওয়াটাকে মানতে পারছেন না ক্লাবটির এই কর্মকর্তা।  বলেছেন, ‘কোনও কোচ এভাবে রাতের আঁধারে পালিয়ে যাবে, এটা তো হতে পারে না।  এএফসির টুর্নামেন্টে তাকে কোচ রাখার কারণে জরিমানা করা হয়েছিল। কারণ তার লাইসেন্স ছিল দু-নম্বরি, সেই জরিমানার টাকা আমরা দিয়েছি। তিনি যে এমন আচরণ করবেন, সেটা আমরা ভাবতেও পারি নি।’
এদিকে শেখ জামালে জোসেফ আফুসি অধ্যায় শেষ হওয়ায় নতুন কোচ হিসেবে মাহবুব হোসেন রক্সিকে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ক্লাব কর্তারা।  প্রিমিয়ার লিগে এখন থেকে শেখ জামালের ডাগ আউটে দাঁড়াবেন বাফুফে থেকে প্রেষণে আসা এই কোচ।

নতুন কোচ হিসেবে মাহবুব হোসেন রক্সিকে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।  তার অভিষেক নিয়ে ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মাহবুব হোসেন রক্সির অধীনে অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স আমার ভালো লেগেছে।  এই দলের ভবিষ্যৎ আছে।  কোচ হিসেবে রক্সি দলটিকে ভালোভাবে গাইড করেছে, আত্মবিশ্বাস বাড়িয়েছে।  বাফুফের ছাড়পত্র পেয়েছে, আজ থেকেই তিনি কাজ শুরু করবেন।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ