X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ম্যাককালাম-গেইল ঝলক দেখতে মিরপুরে উপচে পড়া ভিড়

রবিউল ইসলাম
১৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৯:০৪

কানায় কানায় ভরা মিরপুর স্টেডিয়াম পুরো এক সপ্তাহ পর মাঠে নেমেছে রংপুর রাইডার্স। এই বিরতির মধ্যেই দলটি নিজেদের শক্তি বাড়িয়ে নিয়েছে। দলে যোগ দিয়েছেন সারা বিশ্বে টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল। বিস্ফোরক দুই ব্যাটসম্যান আসায় এই মুহূর্তে বিপিএলের পুরো মনোযোগ কেড়ে নিয়েছে রংপুর। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উপচে পড়া ভিড় তারই প্রমাণ।

দিনের প্রথম ম্যাচটি ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের ছিল। সেখানে পুরো গ্যালারি ভরেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও এতটা দর্শক আসেনি। এতদিনের খাঁ খাঁ গ্যালারিতে শনিবার তিল ধারণের ঠাঁই নেই।

১১ হাজার রানের সামনে দাঁড়িয়ে থাকা গেইলের বিধ্বংসী রূপ দেখতে পুরো পরিবার নিয়ে খেলা দেখতে এসেছেন ব্যাংক কর্মকর্তা আমজাদ হোসেন। তিনি বলেছেন, ‘একে তো ছুটির দিন, তার মধ্যে গেইলের ঝড়ো ইনিংস দেখার সুযোগ। সবকিছু মিলিয়ে মাঠে বসে খেলা দেখার সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’

দুইদিন আগে রংপুরের তাবুতে যোগ দিয়েই দর্শকদের বিনোদন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ম্যাককালাম ও গেইল। বিপিএলে এবার ম্যাককালামের অভিষেক হলেও ক্যারিবিয়ান তারকা নিয়মিত মুখ। বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিনটি সেঞ্চুরির মালিক গেইল। প্রথম আসরে বরিশালের হয়ে দুটি সেঞ্চুরি পেয়েছিলেন এই ব্যাটিং দানব। অন্যটি দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে। পরের আসরগুলোতে সেঞ্চুরি না পেলেও গেইল তার কারিশমা ঠিকই দেখিয়েছেন। পঞ্চম আসরে রংপুরের জার্সিতে সেটা ধরে রাখতে পারেন কিনা দেখার অপেক্ষাতেই আছেন গেইল ভক্তরা।

বিপিএলে গেইল এখন পর্যন্ত খেলেছেন ১৫ ম্যাচ। যেখানে ৩ সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তার রান ৬৫০। টি-টোয়েন্টিতে মোট ৩০৯ ম্যাচ খেলে ১৮টি সেঞ্চুরি এবং ৬৫টি হাফসেঞ্চুরিতে করেছেন ১০ হাজার ৫৭১ রান, যেখানে সর্বোচ্চ স্কোর ১৭৫ রানের। শনিবার থেকে বিপিএল মিশন শুরু হয়েছে গেইলের। এখানে না পারলেও সামনেই হয়তো ১১ হাজারি ক্লাবের একমাত্র সদস্য হবেন তিনি।

এদিকে ক্রিকেট বিশ্বের আরেক বিস্ফোরক ব্যাটসম্যান ম্যাককালাম। বিপিএল ছাড়া বাইরের সব দেশেই টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে সাবেক কিউই এই অধিনায়কের। ২৯৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা এই ক্রিকেটারের কাছে ২০ ওভারের ক্রিকেট সাধারণ ব্যাপার! বিপিএলে নিজের অভিষেক টুর্নামেন্টে ম্যাককালাম বাংলাদেশের ভক্তদের মন রক্ষা করতে পারবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।

২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬ ম্যাচ পর এবারই একসঙ্গে খেলছেন গেইল-ম্যাককালাম। তাদের ঝড়ো ব্যাটিং ক্রিকেট বিশ্ব দেখেছে অনেকবার। এবার বিপিএলে তারা ঝড় তুলতে যাচ্ছেন একসঙ্গে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি মিরপুরের উপস্থিত দর্শকরা মুখিয়ে আছেন তাদের ব্যাটিং উপভোগের নেশায়।

তবে আগেভাগে তাদের ব্যাটিং দেখতে চাওয়া ভক্তদের হতাশ হতে হয়েছে। কারণ রংপুর টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে চিটাগং ভাইকিংসকে। আর একটু পরই শেষ হবে তাদের অপেক্ষার পালা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী