X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টেইলরের রেকর্ডের দিনে জয় দেখছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৬

১৭তম টেস্ট সেঞ্চুরি উদযাপন করছেন রস টেইলর হ্যামিল্টনে বড় লক্ষ্য দাঁড় করিয়ে টেস্ট জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনে ৪৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ৩০ রানে ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। এই টেস্ট জিতলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেবে কিউইরা।

কিউইদের বড় লিড নেওয়ার পেছনে ভূমিকা ছিল রস টেইলরের। ১০৭ রানে অপরাজিত থেকে রেকর্ড গড়েই দায়িত্ব পালন করেছেন কিউই এই ব্যাটসম্যান। ১৭ টেস্ট সেঞ্চুরি নিয়ে কেন উইলিয়ামসন ও মার্টিন ক্রোর পাশে বসেছেন তিনি।

এর আগে শুরুর বিপদ সামলাতে হাফসেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসন। কামিন্সের বলে বোল্ড হওয়ার আগে ৫৪ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া আর কেউই ইনিংস লম্বা করতে পারেনি। শেষ দিকে সাউদি আগের ইনিংসের মতো ব্যাটসম্যান হওয়ার চেষ্টায় ছিলেন। ওয়াগনারকে ব্যক্তিগত ৮ রানে রোস্টন চেজ তালুবন্দি করালে ৮ উইকেটে ২৯১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ততক্ষণে অবশ্য ২২ রানে অপরাজিত ছিলেন টিম সাউদি।

এর আগে সকালের শুরুটা হতাশা দিয়ে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের। ৮ উইকেটে ২১৫ রানে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের লেজ ছেঁটে দেন ট্রেন্ট বোল্ট। বোল্ড করে ফেরান মিগুয়েল কামিন্স ও শ্যানন গ্যাব্রিয়েলকে। কামিন্স ১৫ রানে ফিরলেও গ্যাব্রিয়েল ফেরেন শূন্য রানে।

জবাবে এত বিশাল লক্ষ্যে খেলতে নেমে আগের ইনিংসের মতোই ব্যর্থ ছিল ক্যারিবীয়দের টপ অর্ডার। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগে ফিরে যান কিয়েরন পাওয়েল। তাকে সাউদির ক্যাচ বানান বোল্ট। দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন এই ওপেনার।

এরপর সপ্তম ওভারে আঘাত হানেন আরেক পেসার সাউদি। ওয়াগনারের হাতে ক্যাচ দিয়ে ১৫ রানে ফেরেন হেটমেয়ার। ক্রিজে আছেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (১৩) ও শাই হোপ (০)। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!