X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মেসি-রোনালদোর গোল হলে তোলপাড় হয়ে যেত’ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৬

অভাবনীয় গোল করে তাক লাগিয়ে দিয়েছেন মতিন মিয়া।  প্রশংসায় ভাসছেন মতিন মিয়া। ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রতি আক্রমণ থেকে গোলরক্ষকসহ পাঁচজনকে কাটিয়ে গোল করে তাক লাগিয়ে দিয়েছেন।  উপস্থিত সবার মনোযোগ তো কেড়েছেনই, ডিজিটাল মিডিয়ার যুগে টেলিভিশন ও ইউটিউবেও আলোড়ন তুলেছে তার  এই গোল। সাইফ স্পোর্টিংয়ের কর্মকর্তা নাসিরউদ্দীন চৌধুরীও খুশি এমন অভাবনীয় নৈপুণ্যে। তাৎক্ষণিকভাবে তাকে ১০ হাজার টাকা বোনাসও দিয়েছেন। 

ঢাকার মাঠে গত ১০ বছরে এমন গোল হয়েছে কিনা সংশয় আছে! অভিজ্ঞ উইঙ্গার জাহিদ হোসেন ২০০৮ সালে মারদেকা কাপে ভিয়েতনামের বিপক্ষে সর্বশেষ এমন গোল করেছিলেন। এখন মতিনের এই গোল ফিফায় পাঠানোর চিন্তা-ভাবনাও চলছে।  ফিফার পুসকাস অ্যাওয়ার্ডে  যদি স্বীকৃতি মিলে, তাহলে তো কথাই নেই।

প্রিমিয়ার লিগে এমন গোলের পর প্রশংসায় ভাসছেন মতিন মিয়া।  কারণ লিগে এমন গোল প্রথম। এর আগে চট্টগ্রামের লিগে বন্দর দলের হয়েও সুন্দর গোল করার অভিজ্ঞতা আছে তার। বাংলা ট্রিবিউনকে তেমনই জানালেন মতিন, ‘এমন গোল ঢাকায় আগে করিনি। চট্টগ্রাম লিগে বন্দরের দলের হয়ে আগে করেছি। ঢাকার গোলের পর অনেকেই প্রশংসা করেছে, আমার ভালো লাগছে। আসলে চিন্তা করেছিলাম ভালো একটি সুযোগ পেলে গোল করবো। তাই সুযোগ পেয়ে হাতছাড়া করিনি। চেষ্টা করেছি, হয়ে গেছে।’

১০ হাজার টাকার পুরস্কারের সঙ্গে মতিন মিয়ার বাড়তি পাওনা হাইতির ওয়েডসনের কাছ থেকে পাওয়া এক হাজার টাকা পুরস্কার! কোনও বিদেশি তারকার কাছ থেকে অর্থ পুরস্কার পেয়ে  তিনি অভিভূত, ‘নাসির স্যার আমাকে ১০ হাজার টাকা দিয়েছেন। ওয়েডসনও এক হাজার টাকা পুরস্কার দিয়েছে। আমার সত্যিই অনেক ভালো লাগছে। দলের বিদেশি তারকার কাছ থেকে উপহার পাবো চিন্তাই করিনি। এটা ভাবতেই ভালো লাগছে। এছাড়া আমার মা মায়রুন বেগম টিভিতে আমার গোল দেখে অনেক খুশি হয়েছেন।’

এমন গোলের পরেও ঘরোয়া ফুটবলে দর্শক নেই। তাই আফসোস ঝরেছে মতিনের কণ্ঠে,‘ যদি হাজারো দর্শক আমার গোলটি দেখতে পারতো, তাহলে অনেক ভালো লাগতো। আগে খ্যাপ খেলতে গিয়ে কত দর্শক দেখেছি। তাদের সামনে গোল করে তৃপ্তি পেয়েছি। ঢাকার মাঠে এত বড় লিগ, অথচ মানুষ নাই। এটা আমাকে পীড়া দেয়। যদি অন্য দেশের লিগ হতো তাহলে অনেক আলোচনা হতো। আমাদের এখানে হয়তো কিছুদিন পর সবাই ভুলে যাবে।’

ঢাকার কোচরা মতিন মিয়ার গোল নিয়ে আলোচনায় সরগরম। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হক বললেন, ‘গোলটা অসাধারণ হয়েছে। ওর প্রথম টাচ থেকে শুরু করে ফাইনাল টাচ সুন্দর ছিল। ৮৫ গজ কভার করেছে। ১০ সেকেন্ডে টাচ-ড্রিবলিং সবই হয়েছে। এটা আশা করা যায় না। আমাদের এখানে ব্যতিক্রম বলতে হবে। আন্তর্জাতিক মানের গোল বলতে পারেন।’ তারপরই পরিতাপের সুর ছিল তার কণ্ঠে, ‘অনেকের সুযোগ আছে। সবাই তো গোল করতে পারে না। আমাদের এখানে ফুটবলের প্রতি আকর্ষণ কম, তাই মতিনের গোল নিয়ে আলোচনা কম হচ্ছে। মেসি-রোনালদোর কিংবা নেইমারের গোল হলে কতই না আলোচনা হয়। যদি এই গোলটি তাদের কেউ করতো, তাহলে দুনিয়া ওলট-পালট হয়ে যেত, তোলপাড় হতো। এটা আমাদের দুর্ভাগ্য।’

চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটুর কথা, ‘চুন্নু ভাই-আশীষদার খেলা দেখতে আসতাম। দর্শকরা সেভাবেই মাঠে আসতো তখন। এখন মতিনের গোল দেখার জন্য দর্শকদের মাঠে আসা উচিত। এমন যদি মেসি-রোনালদো-নেইমারের হতো তাহলে বিশ্বব্যাপী আলোচনা হতো। সত্যি তার গোলটি অভাবনীয় বলতে হবে।’

আরেক কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও প্রশংসা করেছেন মতিন মিয়ার, ‘গত ১০ বছরে বাংলাদেশে এমন গোল দেখিনি। নেইমার-মেসি-রোনালদোরা সাধারণত এমন গোল করে থাকে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন