X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৮, ২০:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২০:৫৯

সাকিবের হাতে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার তুলে দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি-ক্রীড়ালেখক সমিতি হোটেল সোনারগাঁওয়ের বলরুমে তখন টান টান উত্তেজনা। কে হবেন বর্ষসেরা ক্রীড়াবিদ? এক সময় এলো সেই ঘোষণা, ২০১৭ সালের কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করে সাকিবের হাতে তুলে দিয়েছেন ট্রফি ও সার্টিফিকেট।

শ্রেষ্ঠত্বের পথে বিশ্বসেরা অলরাউন্ডার পেছনে ফেলেছেন শুটার অর্ণব সারার লাদিফ আর ফুটবলার জাফর ইকবালকে। এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের জুনিয়র বিভাগে রুপা জিতেছেন অর্ণব। অন্যদিকে জাফর এএফসি অনূর্ধ্ব-১৮ ফুটবলে গোল্ডেন বুট জয়ী।

গত বছর দুর্দান্ত পারফরম্যান্স ছিল সাকিবের। সাত টেস্টে ৬৬৫ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ২৯টি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন, মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট নিয়ে জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। ওয়ানডেতেও টাইগারদের এক দুর্দান্ত জয়ে বিশাল অবদান রেখেছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আর মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটিতে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ, যে ম্যাচে সাকিবের অবদান ১১৪ রান।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পুরস্কার জয়ী ক্রীড়াবিদরা। ছবি-ক্রীড়ালেখক সমিতি দর্শক ভোটে বছরের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় (পপুলার চয়েজ অ্যাওয়ার্ড) নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। বর্ষসেরা ক্রিকেটার সাকিব, বর্ষসেরা ফুটবলার জাফর ইকবাল, বর্ষসেরা শুটার অর্ণব, বর্ষসেরা দাবাড়ু এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, উদীয়মান অ্যাথলেট জহির রায়হান, বর্ষসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন (ক্রিকেট) এবং বর্ষসেরা সংগঠকের পুরস্কার জিতেছেন মাহফুজা আক্তার কিরণ (ফুটবল)।

ক্রীড়া ব্যক্তিত্ব মফিজ উদ্দিন (ফুটবল), বর্ষসেরা স্পন্সর রবি এবং বিশেষ সম্মাননা পেয়েছেন আব্দুস সালাম মুর্শেদী ও বাদল রায় (দুজনই ফুটবল)।

অনুষ্ঠানে সুরের মূর্চ্ছনায় শারীরিক কসরতে দর্শকদের মুগ্ধ করেন বিকেএসপির জিমন্যাস্টরা। সঙ্গীত পরিবেশন করেন জাতীয় দলের ফুটবলার ওয়ালী ফয়সাল। তার কণ্ঠে ‘আমরা করবো জয়’ গানটি উদ্দীপ্ত করে ক্রীড়াঙ্গনের মানুষদের। ফ্রিস্টাইল ফুটবলের কৌশল দেখান ময়মনসিংহের ছেলে মুদাব্বির, আর নাচের মুদ্রায় বিভিন্ন খেলা ফুটিয়ে তোলেন শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থার এশিয়া অঞ্চলের (এআইপিএস) সহ-সভাপতি সাবা নায়েকে, স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) সভাপতি মোস্তফা মামুন প্রমুখ। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা