X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আর্থিক কারণে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নেই বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫৩

আয়োজক হতে না পারায় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নেই বাংলাদেশ। আয়োজক হওয়ায় এবারের ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে অংশ নিতে পেরেছিল বাংলাদেশ। সাফল্য হিসেবে ষষ্ঠ হয়েছিল লাল-সবুজরা। সেই ধারায় প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিরও আয়োজক হওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু আর্থিক দৈন্যদশায় তা আর হতে পারছে না বাংলাদেশ। ফলে স্বাগতিক হিসেবে বাংলাদেশের জায়গা নিয়েছে ওমান!

আগামী ১৮ থেকে ২৮ অক্টোবর পঞ্চমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। সাধারণত এশিয়ার শীর্ষ ছয় দল এতে অংশ নেয়। এশিয়া কাপে ষষ্ঠ হওয়াতে বাংলাদেশের ভাগ্য খুলে গিয়েছিল। প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। আর্থিক কারণে স্বাগতিক হতে অপরাগতা প্রকাশ করে বাংলাদেশ। ফলে ওমানই এখন এই ট্রফির আয়োজক।

সাধারণত নিয়ম হল যারা আয়োজক হবে তারাই সরাসরি খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে ষষ্ঠ অংশগ্রহণকারী দেশ বাদ পড়বে। এই নিয়মে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া সুযোগ পেলেও বাদ পড়েছে বাংলাদেশ।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানান, ‘এশিয়া কাপ আয়োজন করতে গিয়ে আমাদের অনেক টাকা লেগেছে। আমাদের এই মুহূর্তে পর্যাপ্ত টাকা নেই যে আরও একটি বড় আসর করবো। যে কারণে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে আমরা অপারগতা প্রকাশ করেছি। ওমানে এশিয়ান গেমস বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাদের ৫০ লক্ষ টাকা লাগবে। সেটা এখন সংগ্রহ করতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি