X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভুটান-লজ্জা ভুলে ঘুরে দাঁড়ানোর সংকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৫

প্রাথমিক দলে ডাক পেয়েই অনেকে রোমাঞ্চিত। ছবি-বাফুফে বিকেএসপিতে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে বুধবার। তার আগের দিন বাফুফে ভবনে রিপোর্ট করতে এসে অনেকেই রোমাঞ্চিত। হওয়ারই কথা, তারা যে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্যাম্পে। সবার চোখে-মুখে প্রাথমিক দল থেকে মূল দলে জায়গা করে নেওয়ার সংকল্প।

২০১৬ সালের ১০ অক্টোবর বাংলাদেশের ফুটবলের এক কলঙ্কজনক দিন। সেদিন এশিয়ান কাপ ফুটবলের প্রাক বাছাই পর্বে ভুটানের কাছে ৩-১ গোলে হার মেনেছিল লাল-সবুজের দল। এরপর আর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। প্রায় দেড় বছর পর আগামী মাসে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে থাইল্যান্ডে।

গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর জাতীয় দল নিয়ে থাইল্যান্ডেই প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ডের। প্রাথমিক দলে ১৭ জন আনকোরা খেলোয়াড় রেখে নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছেন অস্ট্রেলীয় কোচ।

তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম প্রথমবার ক্যাম্পে ডাক পেয়ে উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘কোচ তরুণদের ওপরে আস্থা রেখেছেন, আমরা চাই কোচের আস্থার প্রতিদান দিতে। নিজের সেরাটা দিয়ে দেশের ফুটবলকে দুঃসময় থেকে বের করে আনার চেষ্টা করবো।’

তরুণদের নিয়ে দল গড়ে স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ। সেই উদাহরণ টেনে ইব্রাহিমের মন্তব্য, ‘তরুণরা চাইলে যে সব কিছু পারে সেটা আরামবাগ স্বাধীনতা কাপ জিতে দেখিয়ে দিয়েছে। প্রীতি ম্যাচে কীভাবে ভালো রেজাল্ট করা যায় সেটা আমরা আরামবাগের কাছ থেকে শিখতে পারি।’

দেশের ফুটবলকে দুঃসময় থেকে বের করে আনতে চান তরুণ খেলোয়াড়রা। ছবি-বাফুফে তরুণ ডিফেন্ডার রহিম উদ্দিনের কণ্ঠেও মিশে রইলো উচ্ছ্বাস আর গর্ব, ‘প্রথমবার ক্যাম্পে ডাক পেয়েছি, খুব ভালো লাগছে, পরিবারের সবাই গর্ব করছে আমাকে নিয়ে। আমার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। এলাকাবাসী আমাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোচের আস্থার প্রতিদান দিতে চাই।’

আরেক ডিফেন্ডার ফজলে রাব্বির কথা, ‘মাত্র লিগ শেষ করলাম। এখন সবাই এক সঙ্গে হয়েছি। দল নিয়ে পরিকল্পনার কথা শুনে ভালো কিছুর আশা করছি। আমরা দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাইনি। আন্তর্জাতিক ম্যাচ যত বেশি খেলবো, তত আমাদের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস বাড়বে।’

ভুটান-লজ্জার কথা আজও ভুলতে পারেননি দেশের অন্যতম সেরা মিডফিল্ডার হেমন্ত বিশ্বাস। তিনি বললেন, ‘ভুটান ম্যাচে ভরাডুবির পর নিজেকে ফুটবলার বলে পরিচয় দিতে লজ্জা করতো। মাঝে বিশাল গ্যাপ ছিল, জাতীয় দলের কোনও কার্যক্রম ছিল না। অনেক দিন পর জাতীয় দলের ক্যাম্প ডেকেছে। আমি মনে করি, আমাদের টিম ভালো হয়েছে। দীর্ঘদিন ক্যাম্প চললে আর বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাতীয় দল ঘুরে দাঁড়াবেই।’

ফরোয়ার্ড তকলিচ আহমেদেরও নতুন করে শুরুর সংকল্প, ‘ভালো রেজাল্ট হলে মানুষ ভুটান ম্যাচের কথা ভুলে যাবে, আর এটাই আমাদের লক্ষ্য। আমরা নতুন করে শুরু করতে চাই, ভুটান ট্র্যাজেডি ভুলে যেতে চাই।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার