X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহর কাঠগড়ায় বোলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩২

বোলারদের ভূমিকায় হতাশ মাহমুদউল্লাহ। ১৯৪ রানের জবাবে খেলতে নেমে ২০ বল হাতে রেখে চার উইকেটে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। হাইস্কোরিং ম্যাচে লঙ্কান ব্যাটসম্যানদের এমন নির্দয় ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছে কতটা ছন্নছাড়া বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা! সংবাদ সম্মেলনে বোলারদেরকেই কাঠগড়ায় দাঁড় করালেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলারদের প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘ভালো উইকেটই ছিল। ব্যাটম্যানরা ভালো কাজ করেছে। তবে দুইশো প্লাস রান হলে আরও ভালো হতো। অবশ্য জয়ের জন্য এটাও যথেষ্ট ছিল। তবে বোলাররা ভালো লেন্থে বোলিং করতে পারেনি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বলব না লাইন ঠিক ছিল না। কিন্তু লেন্থ ভালো ছিল না। সবচেয়ে বড় কথা শুরুতে দ্রুত উইকেট নিতে পারিনি। যে কোনও ম্যাচে শুরুতে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ।’

মোস্তাফিজ-রুবেলের সঙ্গে আফিফ-সাইফউদ্দিন-নাজমুল মিলে লঙ্কানদের বিপক্ষে আক্রমণ শাণিয়েছিল বাংলাদেশ। বোলিং আক্রমণে অভিজ্ঞতার অভাব স্পষ্টই ফুটে উঠেছে। মাহমুদউল্লাহ অবশ্য বিষয়টি এভাবে দেখছেন না, ‘অনভিজ্ঞতা বলব না। সাইফউদ্দিন বেশ কয়েকটি টি-টোয়েন্টি খেলেছে। রুবেল, মোস্তাফিজও খেলছে অনেক দিন ধরে। রুবেল-মোস্তাফিজ আমাদের স্ট্রাইক বোলার। অপু খুব ভালো বোলিং করেছে। শুরুর দিকে লেন্থগুলো আমরা ঠিক করতে পারিনি। ব্যাটসম্যানদের খেলার জন্য অনেক জায়গা দিয়েছি। ওরা খুব সহজে বাউন্ডারি পেয়েছে। আমরা এগুলো ভুল করেছি।’

দুই দলের বোলিংয়ের পার্থক্য করতে গিয়ে ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠ ভরে উঠে হতাশায়, ‘আমার মনে হয় ওদের বোলিং খুব ভালো হয়েছে। শেষের দিকে ওরা ইয়র্কারগুলো ভালোভাবে করতে পেরেছে। আমাদের রান করতে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। মুশফিকের ব্যাটিং দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। মুশফিক স্কুপ-রিভার্স স্কুপ খেলেছে বা ব্লকের বল অফ স্টাম্পের বাইরে এসে মেরেছে। আমাদের বোলাররা সেই লেন্থে বল করতে পারেনি। এজন্যই আজকে এই ফল। তবে ১৯৪ রান করে আমাদের জেতা উচিত ছিল।’

গত বছর শ্রীলঙ্কার মাটিতে গিয়ে বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিতেছে। শততম টেস্ট জিতেছে। ওয়ানডে ম্যাচ জিতেছি। কিন্তু নিজেদের গ্রাউন্ডে ব্যর্থতার আষ্টে-পৃষ্ঠে আটকে থাকার কারণ কী? জবাবে মাহমুদউল্লাহর উত্তর, ‘আমরা ভালো বোলিং করছি না, এটাই মূল পার্থক্য। ভালো জায়গায় বোলিং করলে হয়ত জিততে পারতাম। কিছু সময় ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছে, কিছু সময় বোলাররা। একসঙ্গে আমরা জ্বলে উঠতে পারছি না। এটাই মূল কারণ।’

লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে শুক্রবার দুপুরের ফ্লাইটে সিলেট যাবে বাংলাদেশ। শেষ ম্যাচের আগে বোলারদের নিয়ে কাজ করবেন বলে জানলেন মাহমুদউল্লাহ রিয়াদ, ‘বোলিংয়ে গ্রুপ হিসেবে আমাদের কাজ করতে হবে। কাকে কখন কোন সময় ব্যবহার করতে হবে সেগুলো ঠিক করতে হবে। ডট বল করে চাপ সৃষ্টি করতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ।’

আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন