X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চেলসির মাঠে বার্সার লড়াই ‍

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৯

চেলসির বিপক্ষে স্কোরের অপেক্ষায় রয়েছেন মেসি স্প্যানিশ লা লিগায় আগুনে ফর্মে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।  সেই দলই মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে চেলসির। 

বার্সেলোনার বিপক্ষে চেলসির সাম্প্রতিক রেকর্ড ভালো হলেও নিজেদের মাঠে আন্ডারডগ তকমা নিয়েই মাঠে নামবে ব্লুজরা। কারণ ঘরোয়া লিগে বেহাল দশা কন্তের শিষ্যদের।  শেষ ১২ খেলায় জয়ের মুখ দেখেছে ৪টিতে।  অপরদিকে ঘরোয়া লিগে দারুণ ফর্মে থাকা বার্সা মাত্র একটি ম্যাচ ছাড়া এখনও অপরাজিত!

তবে চ্যাম্পিয়নস লিগের পরিসংখ্যান কথা বলে চেলসির পক্ষে।  লিগের গত ৭ ম্যাচে অপরাজেয় রয়েছে চেলসি।  এমনকি ২০১২ সালের সেমিফাইনালেও বার্সাকে হারানোর রেকর্ড রয়েছে।  তবে এই পরিসংখ্যান সময়ের সঙ্গে গত হয়েছে অনেক দিন হলো।  তাই ঘরোয়া লিগে বর্তমান ফর্ম ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাবটির।  স্প্যানিশ জায়ান্টদের বাধা উতরে যেতে তাই নির্ঘুম রাত কাটাচ্ছেন চেলসি কোচ আন্তোনিও কন্তে, ‘এফএ কাপের খেলার পর আমাকে সত্যি কথাই বলতে হচ্ছে... এখন রাতে স্বস্তিতে ঘুমানো যাচ্ছে না। কারণ এই ধরনের খেলায় সব ধরনের প্রস্তুতি প্রয়োজন।’

অপর দিকে ঘরের মাঠের বাইরে গোল পেতে সব সময়ই সংগ্রাম করতে হয় বার্সাকে।  তাই স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে স্কোর করার দিকেই মনোযোগী বার্সা কোচ এরনেস্তো ভালভারদে, ‘পরিসংখ্যানই বলে দেয় সব কিছু। আরও বুঝা যায় প্রতিযোগিতা কী রকম কঠিন।’ চেলসির রক্ষণের প্রশংসা করে ভালভারদে আরও বলেন, ‘ওদের রক্ষণ ভালো। তাই যে কোনও প্রতিরোধ তারা তৈরি করতে পারে।  তবে এই খেলায় আমরা যা যা প্রয়োজন সব চেষ্টাই করবো।’

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান

১. ১৩তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

২. অ্যাওয়ে ম্যাচের ৬টি ম্যাচে চেলসির বিপক্ষে মাত্র একটিতে জয় বার্সার। বাকি একটি ড্র, চারটি জিতেছে চেলসি।

৩. চেলসির বিপক্ষে ৬৫৫ মিনিট খেললেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। অপর কোনও দলের বিপক্ষে এমন রেকর্ড নেই মেসির! তাই মেসিরও স্বরূপে ফেরার লড়াই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ