X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বৃথা গেলো আল আমিনের সেঞ্চুরি, জিতলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৭

আল আমিনের চমৎকার সেঞ্চুরি বৃথা গেলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেই ধ্বংসস্তুপ থেকে আল আমিন দলকে টেনে তোলেন দারুণ সেঞ্চুরিতে। কিন্তু টানা চতুর্থ ম্যাচে হারের বৃত্তে বন্দি থাকলো প্রাইম ব্যাংক। রনি তালুকদার ও রাকিবুল হাসানের হাফসেঞ্চুরিতে টানা তৃতীয় জয় পেলো মোহামেডান।

৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রান করে প্রাইম ব্যাংক। মোহামেডান ৭ উইকেটে ২৬০ রান করে ৪৮.৫ ওভারে। ৩ উইকেটের এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে শামসুর রহমানের দল।

তাইজুল ইসলাম তার টানা দুই ওভারে তিন উইকেট তুলে নিয়ে প্রাইম ব্যাংককে বড় ধাক্কা দেন। মাত্র ৩৬ রানে ৬ উইকেট হারায় জয় দিয়ে ঢাকা ক্রিকেট লিগ শুরু করা দলটি।

এরপর আরিফুল হককে নিয়ে দাঁড়িয়ে যান আল আমিন। ১৬১ রানের জুটি গড়েন তারা। ১১৮ বলে ৮ চার ও ২ ছয়ে সেঞ্চুরি করেন আল আমিন। কাজী অনিকের কাছে বোল্ড হলে থামে তার ১১০ রানের সেরা ইনিংস। দুর্দান্ত জুটির আরেক কারিগর আরিফুলকে ৮৭ রানে বোল্ড করেন অনিক।

তাইজুল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পেয়েছেন অনিক ও বিপুল শর্মা।

লক্ষ্য দেওয়ার পর মোহামেডানের টপ অর্ডারে ভাঙন ধরায় প্রাইম ব্যাংক। দলের ৬০ থেকে ৯২ রানের মধ্যে ৪ উইকেট হারায় মোহামেডান। রনি ৬৬ বলে খেলেন ৬০ রানের ইনিংস। রাকিবুলের ৬৪ রানের ইনিংসে দল পৌঁছায় দুইশ রানের ঘরে। এনামুল হক ও তাইজুলের ৫৫ রানের অপরাজিত জুটিতে ৭ বল বাকি থাকতে জয় পায় মোহামেডান। এনামুল ৩২ ও তাইজুল ৩৫ রানে অপরাজিত ছিলেন।

দল হারলেও ম্যাচ সেরা হয়েছেন আল আমিন।

টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বার ২ পয়েন্ট পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে রবিউল ইসলাম রবি, রাফসান আল মাহমুদ ও মাসুম খানের বলে বেশিদূর এগোতে পারেনি অগ্রণী ব্যাংক। তাদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন জাহিদ জাভেদ। তিনজন দুটি করে উইকেট নিয়ে ৮ উইকেটে অগ্রণী ব্যাংককে ২৫৯ রানে বেধে দেন।

জবাবে মাহিদুল ইসলাম অঙ্কন ও আল মেনারিয়ার অপরাজিত সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৬১ রান করে খেলাঘর। ২২১ রানের অপরাজিত জুটি গড়েন তারা। ১১৫ রান করেন ম্যাচের সেরা মাহিদুল ও মেনারিয়ার ব্যাটে এসেছে ১১৩ রান।

৫ ম্যাচে সমান ৪ পয়েন্ট করে নিয়ে টেবিলের ৯ ও ১০ নম্বরে অগ্রণী ও খেলাঘর।

ঢাকায় অধিনায়কোচিত ইনিংস খেলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে টানা দ্বিতীয় জয় এনে দিলেন শুভাগত হোম। বল হাতে ৩ উইকেট নেন এবং ব্যাটিংয়ে ৩০ রানে অপরাজিত ছিলেন তিনি।

শাইনপুকুরের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩২ রান করে কলাবাগান ক্রীড়া চক্র। মাত্র ৬৫ রানে তারা ৪ উইকেট হারালে আকবর-উর-রেহমান (৭১) ও মাহমুদুল হাসানের (৫২) হাফসেঞ্চুরি দলকে সম্মানজনক স্কোর এনে দেয়।

লক্ষ্যে নেমে তৌহিদ হৃদয় (৬৩) ও আফিফ হোসেনের অপরাজিত ৬৭ রানের সৌজন্যে সহজ জয় পায় শাইনপুকুর। ৪২.৩ ওভারে ৪ উইকেটে ২৩৩ রান করে তারা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শুভাগতর দল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা