X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রিয়ালের বিপক্ষে পিএসজির ‘যুদ্ধ’

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৮, ১৮:৪৫আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৮:৪৯

রিয়ালের বিপক্ষে পিএসজির ‘যুদ্ধ’ সান্তিয়াগো বার্নাব্যুতে এক গোলে এগিয়ে গিয়েও ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে হারতে হয়েছিল প্যারিস সেন্ত জার্মেইকে। তবে ‘পরাজয়ে ডরে না বীর’- এ কথাটা হৃদয়ে ধারণ করে আজ মঙ্গলবার দিবাগত রাতে পার্ক দে প্রিন্সেসে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে তারা। রিয়ালের মাঠে হেরে আসার পর যেই লড়াইকে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিলেন ফরাসি ক্লাবের কোচ উনাই এমেরি।

‘প্যারিসের রাজা’ নেইমারকে এই যুদ্ধে পাচ্ছে না পিএসজি। গোড়ালির চোট নিয়ে অন্তত দুই মাসের জন্য ছিটকে গেছেন তিনি। তাতে অবশ্য ফরাসি ক্লাবটির আত্মবিশ্বাসে ভাটা পড়ছে না। ব্রাজিলিয়ান তারকার জায়গায় ঢুকে আনহেল দি মারিয়া দুর্দান্ত ফর্মে আছেন। প্রথম লেগ হারার পর চার ম্যাচে ৪ গোল করেছেন আর্জেন্টাইন তারকা। নেইমারের অভাব তিনি বুঝতে দেবেন না বলে দলকে সতর্ক করলেন রিয়ালের অধিনায়ক সের্হিয়ো রামোস, ‘নেইমার ভিন্ন এক খেলোয়াড়। কিন্তু আমরা জানি তার জায়গা কে পূরণ করবে। দি মারিয়া আরেক অসাধারণ খেলোয়াড়, যে রক্ষণেও অনেক সাহায্য করে এবং মাঠে সে তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে।’

ঘরে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজিকে উৎসাহ-উদ্দীপনা দিতে পুরো ফ্রান্সই যেন হাজির হয়ে যাবে পার্ক দে প্রিন্সেসে। সোমবার রাতে এই যুদ্ধের আঁচ ভালোভাবে টের পেয়েছেন রামোস-রোনালদোরা। রিয়ালের টিম বাসকে পিএসজির আল্ট্রাসরা ‘নরকে স্বাগত’ জানিয়েছে লাল আতশবাজি জ্বালিয়ে ও হৈ-চৈ করে। ৩-১ গোলে ঘুরে দাঁড়াতে সমর্থকদের সাহায্য চেয়েছেন এমেরি, ‘খেলতে হবে মাথা ও হৃদয় দিয়ে। আগামীকাল (মঙ্গলবার) হৃদয় দিয়ে খেলাটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মাঠে নামব ১২ জন খেলোয়াড়কে নিয়ে, কারণ আমাদের পাশে থাকবে সমর্থকরা।’

রিয়ালকে এভাবেই স্বাগত জানালো পিএসজির সমর্থকরা প্রথম লেগে দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকায় রিয়ালের কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে মানতে নারাজ জিনেদিন জিদান। দলকে ভুগতে হবে বলে সতর্ক করলেন রিয়াল কোচ, ‘স্কোরবোর্ড অনুকূলে আছে বলে সবকিছু চূড়ান্ত হয়ে যায়নি। অপ্রত্যাশিত কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে অবশ্যই, সেটা হতে পারে আমাদের পক্ষে কিংবা বিপক্ষে। কেবল আমাদের সেরা খেলাটা নিশ্চিত করতে হবে। আমরা ভুগতে যাচ্ছি, কিন্তু আমাদের স্বাভাবিক খেলা খেলতে হবে।’

এই বছর প্রথম ১০ ম্যাচেই ১৪ গোল করা রোনালদোকে নিয়ে প্যারিস জয় করতে যাচ্ছে রিয়াল। গেতাফের বিপক্ষে লা লিগায় ৩০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর পর্তুগিজ ফরোয়ার্ডের ওপর ‍দৃঢ় আস্থা জিদানের। নেইমারহীন দলের বিপক্ষে তার ‘গোলমেশিন’ চলতে থাকবে আশাবাদী ফরাসি কোচ।

পিএসজির প্রাণভোমরা নেই বলে মানসিকভাবেও এগিয়ে থেকে পার্ক দে প্রিন্সেসে নামবে রিয়াল। কিন্তু টগবগ করে যে ফুটছে ফরাসিরা। তাই সতর্ক হয়ে খেলাই হবে রিয়ালের জন্য বুদ্ধিমানের কাজ। ইএসপিএনএফসি, মার্কা, গোল ডটকম

*রাত পৌনে ২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে ‘সনি টেন টু’ চ্যানেলে

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!