X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ওমান বাধা পেরোলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ১৩:০৮আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৩:০৮

বাংলাদেশ হকি দল ২০০৬ সালে এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ জাতীয় দলের উপদেষ্টা কোচ হিসেবে স্বল্প সময়ের জন্য ছিলেন পাকিস্তানের কিংবদন্তি তাহির জামান। তার নির্দেশনায় ঢাকার সেই আসর জয়ও করেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এখন তাহির জামান! ওমানের কোচ হিসেবে আছেন এই কিংবদন্তি। কাবোস কমপ্লেক্স মাঠে আজ (শনিবার) স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে নামছে লাল-সবুজের দল। ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসের মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ১০টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। তবে ফাইনালের আগে সাম্প্রতিক পরিসংখ্যানের দিক দিয়ে জিমি-চয়নরা পিছিয়ে আছেন। আগের ৫ লড়াইয়ে ওমান জিতেছে তিনটিতে, আর বাংলাদেশ দুটিতে। সর্বশেষ ২০১৭ সালে বিশ্ব হকি লিগের বাংলাদেশে হেরেছে ৩-২ গোলে।

যদিও বাংলাদেশ কোচ মাহবুব হারুন আত্মবিশ্বাসী, ‘আত্মবিশ্বাসী ছিলাম ফাইনালে খেলব, ওমানের মুখোমুখি হব। এখনও আত্মবিশ্বাসী আছি ফাইনালেও জিতব। শ্রীলঙ্কার গোলরক্ষক সেদিন খুব ভালো করেছে। আমার এই দলটার বড় শক্তি হলো শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা। সেই ফিটনেসটাও ওদের আছে।’

তবে ওমানকে সমীহ করতে ভুল করেননি এই অভিজ্ঞ কোচ, ‘দুই-তিন বছর আগের ওমানের চেয়ে বর্তমান দলটি উন্নতি করেছে। এই টুর্নামেন্টের আগে ওরা পাকিস্তান ও জাপানের সঙ্গে সিরিজ খেলেছে। ওদের ফেডারেশনের লক্ষ্য উপরে ওঠার। কোচিং স্টাফ পুরো ১০ জনের। ভিডিও অ্যানালিস্ট, ফিজিও সহ সবকিছুই আছে ওদের।’

অধিনায়ক রাসেল মাহমুদ জিমির পারফরম্যান্স নিয়ে কোচ কিছুটা অসন্তুষ্ট। মাত্র ৪ গোল এসেছে তার স্টিক থেকে। যেখানে রোমান সরকার ৮টি ও আশরাফুল করেছেন ৫ গোল। তাই কোচ সোজা বলে দিয়েছেন, ‘জিমি এখনও ওর সামর্থ্যের জায়গায় পৌঁছাতে পারেনি। আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলাম ওর কাছ থেকে। দেখি ফাইনালে কী করে। ফাইনালে কিছু একটা করতে হবে ওকে, একজন অধিনায়ক হিসেবে।’

ওমানের পাকিস্তানি কোচ তাহির জামান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল দেখার অপেক্ষায়। তিনিও বাংলাদেশকে সমীহ করছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। হকি প্রেমীরা খুব ভালো একটা ম্যাচ দেখতে পাবে ফাইনালে। কোনও সন্দেহ নেই শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ অনেক ভালো দল। দেড় মাস ধরে আমি ওমানের দলের সঙ্গে কাজ করছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে লড়ছে। একটা দল হিসেবে খেলছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা ফাইনালের জন্য তৈরি। ফাইনালে কোনও ফেভারিট নেই। যে কেউই জিততে পারে। ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী