X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সাকিব-নুরুলের ‘দায়িত্বহীন’ আচরণে বিসিবির দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ২১:৫৯আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২১:৫৯

সাকিব-নুরুলের ‘দায়িত্বহীন’ আচরণে বিসিবির দুঃখ প্রকাশ শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর জয়ের দিনে উত্তপ্ত ছিল মাঠের ভেতরে ও বাইরে। যার সূচনা হয়েছিল সাকিব আল হাসান ও নুরুল হাসানের বিতর্কিত আচরণে। তাদের এমন কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে শেষ ওভারে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু ইসুরু উদানার প্রথম দুটি বলই বাউন্সার, অতঃপর আম্পায়ারের নো বল না দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ সফরকারীদের পক্ষ থেকে। মাঠের ভেতরে কুশল মেন্ডিস ও থিসারা পেরেরাকে একহাত নিলেন রিজার্ভ খেলোয়াড় নুরুল; আর সাকিব মাঠের বাইরে থেকে দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও রুবেল হোসেনকে বললেন ফিরে আসতে। এমন বিতর্কিত ঘটনায় দুজনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট, আর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও গুনতে হবে তাকে।

তাদের এই আচরণকে সীমা ছাড়ানো উল্লেখ করেছে বিসিবি। দুজনের শাস্তিটা সঠিক হয়েছে মন করছে তারা। শনিবার এক বিবৃতি দিয়েছে তারা, ‘শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির ম্যাচে দুর্ভাগ্যজনক ঘটনায় বিসিবি অনুতপ্ত। এ ধরনের পরিস্থিতিতে ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে মেনে নিচ্ছে বোর্ড।’

তারা আরও বলেছে, ‘আমরা বুঝতে পারছি, ম্যাচের গুরুত্ব ও চাপ বিবেচনায় হয়তো এমন ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে তারা পেশাদারিত্ব ঠিকভাবে দেখাতে পারেনি। ক্রিকেটের শৌর্য সবসময় ধরে রাখতে বাংলাদেশ দলের সদস্যদের দায়িত্বশীল হওয়ার কথা মনে তাদের করিয়ে দেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আগের মতো সহযোগিতাপূর্ণ ও অটুট থাকবে বলে আশাবাদী বিবৃতি দিয়েছে বিসিবি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই