X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফাইনাল দেখতে নারী ক্রিকেট দলের ভিন্ন আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৫:৪৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:৩৫

ফাইনাল খেলা দেখবেন জাতীয় দলের নারী ক্রিকেটাররাও।  আর কয়েক ঘণ্টা পর নিদাহাস ট্রফির ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। ২০ ওভারের ক্রিকেটে এই দুটি দল সাতবার মুখোমুখি হলেও বাংলাদেশের একবারও জেতার সুযোগ হয়নি।  রবিবার অষ্টম মুখোমুখিতে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ।  বাংলাদেশের নারী ক্রিকেটাররাও আশাবাদী এই ফাইনালে জিতবে সাকিব-মুশফিকরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে লড়াই, আর তা উপভোগ করতে আয়োজন করেই খেলা দেখতে বসবেন তারা।

বর্তমানে নারী ক্রিকেটাররা ব্যস্ত নবম নারী জাতীয় ক্রিকেট লিগ নিয়ে। গত বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হয়েছে নারী দলের এই টুর্নামেন্ট।  এই অবস্থাতেও রবিবার বড় আয়োজন করে খেলা দেখবেন নারী ক্রিকেটাররা।  দলটির অধিনায়ক রুমানা আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা, ‘আজকে আমাদের খেলা নেই। সবাই মিলে খেলা দেখার আয়োজন করছি। ছোট খাটো পার্টিতো হবেই। আশা করি শেষ হাসিটা আমরাই হাসতে পারবো।’

একটি ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। চারবার ফাইনাল খেলে প্রতিবারই দুঃখ ভারাক্রান্ত মনে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।  তাই সাকিব এবার ঠাণ্ডা মাথায় চাপমুক্ত থেকে ফাইনাল খেলতে চাইছেন।  রুমানা মনে করেন, ‘দলের টিম স্পিরিট অনেক ভালো অবস্থায় আছে। এটা ধরে রাখতে পারলে খুব বেশি কিছু করতে হবে না। ম্যাচ আমরা এমনিতেই জিতবো। ভারতের কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা করতে হবে। শুধু  এতটুকু ঠিকমতো করতে পারলেই জয় সম্ভব।’

সাকিব যোগ হওয়াতে দলের ঘাটতিটুকু কেটে গেছে উল্লেখ করে নারী দলের এই অধিনায়ক বলেছেন, ‘সাকিব ভাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার থাকাটা বাড়তি পাওনা। আগের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করি ফাইনালে আমরা সাকিব ভাইয়ের কাছ থেকে আরও অনেক কিছু পাবো। সেই সঙ্গে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ভাইকেও আগের ভূমিকাটা পালন করতে হবে। সবমিলিয়ে আমি দারুণ আত্মবিশ্বাসী, বাংলাদেশ ফাইনালে ভালো করবে।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ