X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ভলিবলে বাংলাদেশের শুভসূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১৯:৫৭আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২০:০০

নেপালকে হারানোর পর বাংলাদেশ দলের উল্লাস বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নরা ৩-১ সেটে হারিয়েছে নেপালকে।

শুরুতে ২-০ পয়েন্টে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ১৭-১২ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিক দল। তবে এরপর নেপাল ২০-২০ পয়েন্টে সমতা নিয়ে আসে। শেষ পর্যন্ত ২৬-২৪ পয়েন্টে নেপাল জিতে নেয় প্রথম সেট।

তবে দ্বিতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৫-৭ পয়েন্টে পিছিয়ে পড়লেও দুর্দান্ত খেলে ২৫-১৮ পয়েন্টে জিতে সমতা নিয়ে আসে লাল-সবুজের দল।

তৃতীয় সেটের শুরু থেকেই ছিল বাংলাদেশের প্রাধান্য। ব্লক আর অ্যাটাকে নেপালকে বিধ্স্ত করে স্বাগতিকরা সহজেই ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় এই সেট।

চতুর্থ সেটে অবশ্য ভালোই লড়াই হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি প্রতিপক্ষ। ২৫-২১ পয়েন্টে জিতে প্রতিযোগিতায় শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে আনন্দিত বাংলাদেশের ইরানি কোচ আলীপোর আরজী। খেলা শেষে তিনি বলেছেন,‘প্রথম ম্যাচে জয় গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তবে সামনের ম্যাচও জিততে হবে।’

অধিনায়ক হরোশিত বিশ্বাসের কথা, ‘প্রথম সেট ভুল বোঝাবুঝির কারণে হেরেছি। পরে কোচ আমাদের বিভিন্ন টেকনিক্যাল ও ট্যাকটিকাল বিষয় বুঝিয়ে দেন। আত্মবিশ্বাস ফিরে পেয়ে পরের তিন সেট জিতেছি। সোমবার মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই।’

‘এ’ গ্রুপে বাংলাদেশ ও নেপালের সঙ্গে আছে মালদ্বীপ। ‘বি’ গ্রুপের তিন দল কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান।

এর আগে প্রতিযোগিতা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  সভাপতি নাজমুল হাসান।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ