X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ম্যুলারের চোখে অরক্ষিত রিয়াল!

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ২০:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২০:৫৩

থোমাস ম্যুলার চ্যাম্পিয়নস লিগের গতবারের কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি এবার সেমিফাইনালে। আবার মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। টানা দ্বিতীয়বার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পথে গত বছর বায়ার্নকে দুই লেগে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। এবারও ফেভারিট তারাই। কিন্তু বায়ার্ন অধিনায়ক থোমাস ম্যুলারের চোখে রিয়াল এখন অরক্ষিত দল।

বিশ্বকাপ জয়ী এই জার্মান ফরোয়ার্ডের বিশ্বাস, রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে নিতে দেবে না তারা। টানা ষষ্ঠ বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা এবার দ্বিতীয়বার ট্রেবল জিততে চায়। এই আশা টিকিয়ে রাখতে তাদের পেরোতে হবে রিয়াল বাধা।

জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের হার নতুন করে আশা জাগাচ্ছে বায়ার্নকে। তাছাড়া জার্মানদের মুখোমুখি হওয়ার আগে শেষ ম্যাচে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর কাছে হারতে বসেছিল তারা, ক্রিস্তিয়ানো রোনালদো উদ্ধার করেন তাদের।

গত চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া রিয়ালকে হটাতে আত্মবিশ্বাসী ম্যুলার, ‘আমরা রিয়ালের দক্ষতা নিয়ে সতর্ক। অবশ্যই তাদের দিকে আক্রমণ করতে হবে আমাদের, গোল করতে হবে। রিয়ালের দুর্বলতাকে ব্যবহার করতে হবে। তারা জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছিল। তার মানে তারা অরক্ষিত। আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নামব।’

গত বছর ও ২০১৪ সালে রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন। কিন্তু পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কির বিশ্বাস, এই বছর তারা হারাবেন স্প্যানিশ প্রতিপক্ষকে। তিনি বলেছেন, ‘এটা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল। ভয় নিয়ে খেললে কোনও সুযোগ পাবেন না। আপনাকে মনের মধ্যে আনতে হবে যে রিয়ালকে আপনি হারাতে পারবেন। এটা সহজ হবে না যদিও, কিন্তু নিরুদ্বেগ থাকতে হবে।’

কয়েক দিন আগে জার্মান চ্যাম্পিয়নদের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছিলেন, রিয়ালকে কেবল থামাতে পারে বায়ার্ন। এবার তার সঙ্গে সায় দিলেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়রাও। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত