X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টিটি কর্মকর্তার বিরুদ্ধে হুমকির অভিযোগ খেলোয়াড়দের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ২২:২৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২২:২৯

টিটি কর্মকর্তার বিরুদ্ধে হুমকির অভিযোগ খেলোয়াড়দের চট্টগ্রামে গত শুক্রবার শুরু হয়েছে টেবিল টেনিস লিগ। তবে লিগ কমিটির সম্পাদক মোরশেদুল আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন কয়েকজন খেলোয়াড়। মোরশেদুলের বিরুদ্ধে অভিযোগ, নিজের দল নবীন মেলা ক্লাবে খেলার জন্য খেলোয়াড়দের হুমকি দিয়েছেন তিনি।

জাতীয় টেবিল টেনিস দলের খেলোয়াড় মানস চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘‘লিগ কমিটির সম্পাদক ও নবীন মেলা ক্লাবের কাউন্সিলর মোরশেদুল আলম লিগ শুরু হওয়ার আগে থেকেই কয়েকজন খেলোয়াড়কে হুমকি দিচ্ছেন। এমনকি একজন খেলোয়াড়ের মাকে হুমকি দিয়ে বলেছেন, ‘ছেলে-মেয়ে নিয়ে থাকেন, এলাকা থেকে তুলে নিয়ে যাবো।’ গত বছর জাতীয় পর্যায়ে খেলা সজীব সহ দুজনকে হুমকি দিয়ে তিনি খেলতে দেননি।”

মোরশেদুলের বিরুদ্ধে এসএ গেমসে ব্রোঞ্জ জয়ী মানসের আরও অভিযোগ, ‘তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস সম্পাদক। কিন্তু চট্টগ্রামের মেয়র সাহেবের নাম ভাঙিয়ে মাস্তানি করেন। তিনি আমাকেও  হুমকি দিয়েছেন, আমার হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখিয়েছেন, অকথ্য ভাষায় গালি-গালাজ করেছেন। আমি তার নামে থানায় সাধারণ ডায়েরি করবো। অভিভাবকরা আমার কাছে ফোন করে কান্নাকাটি করছেন। তারা ছেলেদের খেলতে দিতে চাইছেন না।’

হুমকি পাওয়া জাহিদুল ইসলাম মিলন বলেছেন, ‘আমি আগেই লিগ কমিটির সম্পাদককে বলেছি যে নবীন মেলায় খেলবো না। তারপরেও তিনি আমার বাসায় লোক পাঠিয়েছেন, ‍দুর্ব্যবহার করেছেন। আমাদের পরিবার এখন আতঙ্কের মধ্যে আছে।’

মোরশেদুল আলম অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তার কথা, ‘আমি খেলোয়াড়দের কোনও হুমকি দেইনি, এটা ভুল কথা। ওরা তো আমার সন্তানের মতো। তবে হ্যাঁ, ক্লাবে খেলা নিয়ে হট টক হয়েছিল। আর মানস আমাদের সঙ্গে ব্লেম গেম খেলছে। ও চট্টগ্রামের ছেলে হয়ে আনসারে খেলে। আবার জুনিয়রদের অন্য জেলার হয়ে খেলার ব্যবস্থা করে দেয়। ওর চট্টগ্রামের প্রতি কোনও মায়া নেই।’

তবে মানস এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি কোনও জুনিয়র খেলোয়াড়কে অন্য জেলার হয়ে খেলতে পাঠাইনি। আর আমি আনসারে চাকরি করি, সেখানে তো খেলতেই হবে। জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনও সুবিধা দেওয়া হয় না। তাহলে ছেলেরা কেন জেলার হয়ে খেলবে?’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত