X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় রুমানাদের ‘প্রাপ্তি’ শুধুই অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৮:৩১আপডেট : ২৩ মে ২০১৮, ১৮:৩৬

দক্ষিণ আফ্রিকায় মেয়েদের একটি সফল মুহূর্ত দেশের বাইরে খুব একটা খেলার সুযোগ হয় না নারী ক্রিকেটারদের। গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরের পর এ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন রুমানা-সালমারা। তবে প্রোটিয়াদের মাটিতে অভিজ্ঞতা সুখকর নয়। পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সব ম্যাচ হেরে হোয়াইটওয়াশের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছে মেয়েদের।

তবে প্রাপ্তির খাতায় শুধুই শূন্যতা নেই। ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের মতে, বাংলাদেশ দলের প্রাপ্তি অভিজ্ঞতা অর্জন। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বললেন, ‘অনেক দিন পর ওয়ানডে খেললাম। এ বছর পাঁচটা ওয়ানডে খেলার সুযোগ পেলাম। আবার কবে খেলবো জানি না। সামনে এশিয়া কাপ টি-টোয়েন্টি। আমাদের প্রাপ্তি বলতে ওয়ানডে খেলার অভিজ্ঞতা বৃদ্ধি। দক্ষিণ আফ্রিকা ভালো দল, আর ভালো দলের বিপক্ষে খেলার জন্য কেমন প্রস্তুতি নেওয়া উচিত সেটা বুঝেছি। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগবে।’

সব ম্যাচ হারের জন্য নিজেদের সীমাবদ্ধতাকেই দায়ী করলেন রুমানা, ‘আমার মনে হয় ওরা (দক্ষিণ আফ্রিকা) অনেক এগিয়ে গেছে। গত বছরের চেয়ে ওরা অনেক উন্নতি করেছে। ওদের পেস আক্রমণ অসাধারণ। সেই তুলনায় আমরা বেশ পিছিয়ে। অবশ্য যেভাবে হেরেছি, সেই তুলনায় আমরা ভালো দল। আসলে আমরা নিজেদের প্রমাণ করতে পারি নাই। তাছাড়া দক্ষিণ আফ্রিকার কন্ডিশনও আমাদের পারফরম্যান্সে বিরূপ প্রভাব ফেলেছে। এখনও আমরা নিজেদের কন্ডিশন থেকে বের হতে পারিনি।’

দক্ষিণ আফ্রিকা সফরই ছিল মেয়েদের ক্রিকেট কোচ ডেভিড ক্যাপেলের শেষ ‘অ্যাসাইনমেন্ট’। দেড় বছর কাজ করা ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডারকে বিদায় জানানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রুমানা ও তার সতীর্থরা, ‘তিনি ১৮ মাস ছিলেন আমাদের সঙ্গে। বিদায়ের সময় খুব কষ্ট হচ্ছিল আমাদের। উনারও অনেক কষ্ট হচ্ছিল। এক সময় তো কেঁদেই ফেললেন, আমরাও কেঁদেছি। কাতার বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছি আমরা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!