X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন ফুটবল কোচের পরিকল্পনায় বাংলাদেশ সতর্ক ও আত্মবিশ্বাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৭:০৩আপডেট : ২১ জুন ২০১৮, ১৮:২১

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ জেমি ডে

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ জেমি ডে। ইংলিশ এই কোচ বৃহস্পতিবার সকালে বিকেএসপিতে শিষ্যদের সঙ্গে যোগ দিয়েছেন। নাসির উদ্দিন-মামুন মিয়াদের অনুশীলন দেখেছেন। নতুন কোচের চাওয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ একটি ‘দল’ হয়ে গড়ে উঠুক। খেলোয়াড়রাও চাইছেন নতুন কোচের পরিকল্পনায় নিজেদের মানিয়ে নিতে।

ইংলিশ কোচ তার পরিকল্পনা অনুযায়ী এগোতে চান। কঠোর পরিশ্রমের কথা শুরুতেই বলে দিয়েছেন। তবে জাতীয় দলের ডিফেন্ডার মামুন মিয়া সতর্ক, ‘আমরা ভালো কিছুর অপেক্ষায় আছি। মাঝে গ্যাপ পড়ে গেছে। একেক কোচের একেক পরিকল্পনা থাকে। নতুন কোচ কঠোর পরিশ্রমের কথা বলেছেন, তবে এটা নির্ভর করছে কার কতটুকু সামর্থ্য আছে। আসলে কোচ বললেই তো হবে না, খেলোয়াড়দের শারীরিক সামর্থ্য কতটুকু, সেটা আগে দেখতে হবে।’

যদিও কোচের নির্দেশনা বাস্তবায়নের কথাও বলতে ভুল করেননি তিনি, ‘আমরা আশাবাদী নতুন কোচের অধীনে ভালো কিছু করে দেখাতে পারব। ঘরের মাঠে সাফ ফুটবলের মতো আসর আছে। যে করেই হোক আমাদের ইতিবাচক ফল করতে হবে। এজন্য আমাদের প্রস্তুতিটা সেভাবেই হচ্ছে।’

আরেক অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল কোচ আসা ও বিদায় নেওয়াকে ভালো চোখে দেখছেন না। অবশ্য নতুন কোচকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি, ‘দেশে নতুন কোচ এলেই আমরা বলি ভালো হবে। পরবর্তীতে দেখা যায় তারা বিদায় হয়, কিংবা তাকে বরখাস্ত হতে হয়। আসলে আমরা কোচকে বুঝতে বুঝতেই তার বিদায়ঘণ্টা বেজে যায়।’ সঙ্গে যোগ করেছেন, ‘জেমি ডে উন্নত দেশের কোচ। তিনি ভালোই হবেন আশা করছি। প্রতিটি খেলোয়াড় চায় পারফরম্যান্স দেখিয়ে দলে থাকতে। তবে এখন যারা দলে আছে, তারা সবাই পরিশ্রমী। সবাই এই কোচের অধীনে সেরাটা দেওয়ার অপেক্ষায়।’

কঠোর পরিশ্রম করে নিজের জায়গাটা আরও পাকাপোক্ত করতে চান স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ। বলেছেন, ‘আজ সকালে কোচ দেখেছেন আমাদের অনুশীলন। কোচ কঠোর পরিশ্রমে বিশ্বাস করেন। আপাতত দুই-একদিন তিনি আমাদের দেখবেন, সবার সঙ্গে কথা বলবেন। তারপর মাঠে নেমে পড়বেন। আমরাও প্রস্তুত আছি। তার পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে নিতে চাই।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী