X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিবর্ণ ব্যাটিংয়ে বেহাল বাংলাদেশ

রবিউল ইসলাম
০৭ জুলাই ২০১৮, ২২:১৫আপডেট : ০৭ জুলাই ২০১৮, ২২:১৭

বিবর্ণ ব্যাটিংয়ে বেহাল বাংলাদেশ দুই ইনিংসের বিবর্ণ ব্যাটিংয়ে অ্যান্টিগা টেস্ট আড়াই দিনেরও কম সময়ে হেরেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সে সবাই হতাশ। সবার মুখে একটাই প্রশ্ন—এ কোন বাংলাদেশ? জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করতে পারছেন না, কবে এত বাজে ব্যাটিং করেছিল দল।

পরিসংখ্যান বলছে, একটি টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশ কখনও এত খারাপ করেনি। ২০০০ সালের নভেম্বরে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪০০ এবং পরের ইনিংসে ৯১ রান করার মধ্য দিয়ে দেশের ক্রিকেটে যেন চালু হয়েছিল এক ‘অলিখিত’ নিয়ম। যে নিয়ম মেনে দেড় যুগ ধরে টেস্ট খেলছে লাল-সবুজের দল।

২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি (২১৭) এবং মুশফিকুর রহিমের ১৫৯ রানের সুবাদে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও ড্র করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে অলআউট হয়ে হেরে যায় ৭ উইকেটে।  দুই ইনিংসের এমন বিপরীত চিত্র নতুন কিছু নয়। আবার প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর উদাহরণও আছে।

কিন্তু অ্যান্টিগা টেস্টে তা হয়নি। প্রথম ইনিংসে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ, ১৪৪ রানে শেষ। ব্যাটসম্যানরা যেন উইকেট বিসর্জন দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন।

প্রথম ইনিংসের শুরুতেই কেমার রোচের তোপের মুখে পড়েছে সাকিবের দল। ক্যারিবীয় পেসার প্রথম ৫ উইকেট তুলে নিলে স্কোর দাঁড়ায় ১৮/৫। বাকি ৫ উইকেট ভাগ করে নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার ও মিগেল কামিন্স। ইনজুরির জন্য দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি রোচ। কিন্তু দুর্দশা তাতে কমেনি। এবার ‘হন্তারক’ শ্যানন গ্যাব্রিয়েলের শিকার ৫ উইকেট। কামিন্স আর হোল্ডার বাকি ৫ উইকেট তুলে নিয়েছেন। বিস্ময়করভাবে, অ্যান্টিগায় ক্যারিবীয়দের চার পেসারই পেয়েছেন ৫টি করে উইকেট! ব্যাটসম্যানদের ব্যর্থতায় এমন লজ্জার পরিসংখ্যান এখন বাংলাদেশের সঙ্গী।

অথচ ওয়েস্ট ইন্ডিজে আগের তিনটি সফরে টেস্ট আর ওয়ানডে সিরিজ হারলেও অন্তত লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। অ্যান্টিগার মতো বাজে ব্যাটিং অবশ্য কখনোই করেনি তারা। শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট আর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় আশাবাদী করে তুলেছিল ক্রিকেট-ভক্তদের। কিন্তু প্রথম টেস্টে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির বিশাল ব্যবধানে হতাশ দেশের ক্রিকেটাঙ্গন। অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসেই ব্যাটসম্যানদের যে করুণ চেহারা দেখা গেল, তা দীর্ঘদিন ক্ষত হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে।

দলের এমন পারফরম্যান্সে হাবিবুল ভীষণ হতাশ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য খুব হতাশার। আমরা কল্পনাও করতে পারিনি দল এতটা খারাপ করবে। আমার নিজেরও মনে পড়ছে না বাংলাদেশ কবে এত বাজে ব্যাটিং করেছে। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনেও দল ভালো ব্যাটিং করেছিল। অথচ ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক সহজ কন্ডিশনে ব্যাটসম্যানরা চরম ব্যর্থ। নিশ্চয়ই তাদের কোনও সমস্যা আছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা