X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্ট খেলতে জ্যামাইকায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ১৮:২৭আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৮:৫৭

সাকিবের অভিব্যক্তিই বলে দিচ্ছে, অ্যান্টিগায় কতটা ব্যর্থ ছিল দল দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকার কিংস্টনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১২ জুলাই কিংস্টনের স্যাবাইনা পার্কে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ও শেষ টেস্ট। অ্যান্টিগা থেকে সাকিব-তামিমদের নিরাপদে জ্যামাইকায় পৌঁছানোর তথ্য জানিয়েছেন দলের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

সোমবার স্থানীয় সময় রাত দেড়টায় জ্যামাইকায় পৌঁছায় বাংলাদেশ দল। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় স্যাবাইনা পার্কে অনুশীলন শুরু করার কথা ক্রিকেটারদের। অ্যান্টিগায় আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেছনে ফেলতে সাকিবদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

প্রথম টেস্টে বিধ্বস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা। বিসিবি সূত্রে জানা গেছে, শিষ্যদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ওপরেই সবচেয়ে জোর দিচ্ছেন নতুন কোচ স্টিভ রোডস।

তবে জ্যামাইকা টেস্টেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। অ্যান্টিগার মতো জ্যামাইকার উইকেটও দ্রুতগতির, বাউন্সি। অধিনায়ক সাকিব আল হাসান এবং দলের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল অবশ্য ঘুরে দাঁড়াতে আশাবাদী। তারা জানিয়েছেন, পেছনের ব্যর্থতা ভুলে দ্বিতীয় টেস্টে ভালো খেলতে চেষ্টা করবে দল। বাংলাদেশের মানুষকে একটা ভালো টেস্ট ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নুরুল হাসান সোহান ৬৪ করলেও ১৪৪ রানের বেশি করতে পারেনি তারা। ইনিংস ও ২১৯ রানে হেরে যাওয়া রোডসের শিষ্যদের সামনে এখন সিরিজ হারের শঙ্কা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ