X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে সালমাদের উষ্ণ অভ্যর্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৭:২৭আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:৩৫

সালমার দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরেছে বাংলাদেশ। সোমবার এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সালমা-রুমানাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

এ সময় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মেয়েদের এই অর্জন আমাদের গর্বিত করেছে। বাছাই পর্বে মেয়েরা প্রত্যাশা অনুযায়ী ফল পেয়েছে। আশা করি, সামনেও তাদের সাফল্য অব্যাহত থাকবে। বিশ্বকাপের মূল পর্বে আমরা এখনও তেমন সাফল্য পাইনি। আমাদের লক্ষ্য, মূল পর্বে সাফল্য পাওয়া। আমার বিশ্বাস, মেয়েরা ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে।’

অধিনায়ক সালমা খাতুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘দলীয় প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। আমাদের দলটা এখন ভালো অবস্থানে আছে।  টানা তিনটি প্রতিযোগিতায় সাফল্য পেলেও আমরা থেমে যেতে চাই না, বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে চাই। বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জেতার অভ্যাস গড়তে চাই।’

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের এখন সুদিন। গত মাসে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়, আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নেদারল্যান্ডসেও উড়েছে লাল-সবুজ পতাকা। সালমার নেতৃত্বে মেয়েরা সত্যিই সাফল্যের শিখরে।

দেশে ফিরে কয়েক সপ্তাহের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।  তারপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার কথা সালমাদের।

মেয়েদের ২০ ওভার ক্রিকেটের বিশ্বকাপ হবে ৯ থেকে ২৪ নভেম্বর, ওয়েস্ট ইন্ডিজে। র‌্যাংকিংয়ের সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাছাই পর্বের চ্যাম্পিয়ন-রানার্স আপ বাংলাদেশ ও আয়ারল্যান্ড। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ