X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৫:৩৭আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৬:২১

ঘটনার মুহূর্তের ছবি।

ফ্লোরিডাতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুট করে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে উত্তেজিত অবস্থায় দেখা গেছে অধিনায়ক সাকিব আল হাসানকে। কিন্তু মূল কারণ কী ছিল তাৎক্ষণিক বোঝা যায়নি। যদিও  তিনি সমালোচিত হচ্ছিলেন রুদ্রমূর্তি ধারণ করায়। বুধবার সাকিব তার ভেরিফায়েড পেজে আত্মপক্ষ সমর্থন করেছেন।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশে কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত 'ফ্যান'-এর সঙ্গে তর্ক-বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।’

সাকিব ক্লান্তির কথা উল্লেখ করেছেন নিজের পোস্টে, ‘পর-পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মীরা বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ বহন করছিলাম, তাই আমাদের হাত পূর্ণ ছিল; তখন কোনোভাবেই অটোগ্রাফ দেওয়া সম্ভব ছিল না।’

ভক্তদের উদ্দেশে সাকিব আরও লিখেছেন, ‘আমরা সর্বদাই আমাদের ভক্তদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সঙ্গে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণ লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং সবসময় প্রশংসা করি। চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যাতে আমরা মাঠে ভালো খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সঙ্গে সবসময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।’

সবশেষ সাকিব তার ভক্তদের কাছে পুরো দলের হয়ে অনুরোধ রেখেছেন, ‘আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি, তবে তা ব্যক্তিগতভাবে নিবেন না। কারণ, আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মনোভাবে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোনো সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না। আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি, সেটা জাতীয় দল হোক কিংবা কোনো লিগের জন্য হোক। একই সঙ্গে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি।’

এ সময় পোস্টে কিছু উগ্র ভক্তকে উদ্দেশ করে কথা বলেন সাকিব, ‘আমি জানি কিছু মানুষ, যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না কিন্তু সবসময় ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্দেশে আমি বলতে চাই, আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতা পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি, নতুন কোনো চাপ প্রয়োগ না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো। আর এই মানসিকতার বাইরে যারা আছেন আমি সর্বদা তাদের পাশে আছি। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।'

সামাজিক যোগাযোগমাধ্যমে 'নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব এক সমর্থককে মারমুখী হয়ে তেড়ে আসে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন।' এমনই ক্যাপশন দিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের পাশাপাশি ইউটিউব ও অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমেও ভিডিওটি শেয়ার হচ্ছে।

কিন্তু ঘটনার সত্যতা যাচাই না করেই সাকিবকে নিয়ে সমালোচনা শুরু হতে থাকে পর পর। ঘটনার পর জানা গিয়েছিলে ক্লান্ত সাকিবকে বারবার এক তরুণ বিরক্ত করছিলেন। ভিডিওতে দেখা যায় প্ল্যাকার্ড হাতে থাকা একজন ভক্তের সঙ্গে ক্রোধের সঙ্গে আচরণ করছেন সাকিব। সেখানে উপস্থিত থাকা ভক্তরা পরে সরিয়ে নিয়ে যেতে চায় তাকে। একটু পরে সাকিব আবারও ফিরে আসেন, ভক্তটির কথার জবাব দিতে গিয়ে আবারও রুদ্রমূর্তি ধারণ করেন। সাকিবকে সামলাতে জাতীয় দলের সঙ্গে থাকা এক ব্যক্তি এগিয়ে আসেন। মাঝে আবার তামিম, মুশফিকরাও এসে পড়েন। পরে আবার অনেকেই এগিয়ে গিয়ে তাকে হোটেলের ভেতর নিয়ে যান।

সে সময় হোটেল লাউঞ্জে উপস্থিত ছিলেন শেখ মিনহাজ হোসেন নামের এক ভক্ত। তিনি ঘটনার সঙ্গে সঙ্গে নিজের ফেসবুকে লেখেন, ‘সাকিব এক দর্শকের সাথে খুব রাগ করছেন, এমন একটা ভিডিও ভাইরাল হচ্ছে। ওখানে ক্যাপশন হচ্ছে যে একজন লোক সাকিবকে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব তেড়ে গেছেন।’

তিনি সাকিবের সেই ঘটনার সাক্ষী হওয়ায় আসল তথ্য তুলে ধরেন, ‘প্রশ্নটা মোটেও নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে ছিল না। ওই লোক সাকিবের কাছে বারবার অটোগ্রাফ চাইছিল। সাকিব প্রথমে একটা সেলফি তুলেছে। এরপর আবার ভিডিও করতে চায়। সাকিব তখন ম্যাচ শেষে টায়ার্ড। সাকিব পারবে না বলে সামনে চলে যায়। লোকটা পেছন থেকে "ভাব মারায়" বলে বাজে ভাষা ব্যবহার করে। সাকিব তখন রেগে ফেরত আসে!’

সাকিবের পেজে দেওয়া পোস্ট

 ভাইরাল হওয়া ভিডিও

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত