X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পগবাকে কিনবে না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ২০:৫১আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:৫১

পল পগবা রাশিয়া বিশ্বকাপে চমৎকার সময় পার করেছেন পল পগবা। ফ্রান্সের বিশ্বকাপ জেতার পথে আলো ছড়ানো এই মিডফিল্ডারকে গ্রীষ্মের দলবদলে বার্সেলোনার কেনার গুঞ্জন শোনা গিয়েছিল স্প্যানিশ মিডিয়ায়। যদিও গুঞ্জনটি উড়িয়ে দিলেন কাতালান ক্লাবটির পরিচালক আরিদো ব্রাইদা।

আন্দ্রেস ইনিয়েস্তা চলে যাওয়ায় মাঝমাঠের শক্তি বাড়াতে বেশ কয়েকজন মিডফিল্ডার দলে নিয়েছে বার্সেলোনা। গত শীতকালীন দলবদলে ফিলিপে কৌতিনিয়োকে কেনার পর এবার এনেছে আর্থার ও আরতুরো ভিদালকে। এর মধ্যেই আবার ওঠে পগলার দলবদলের গুঞ্জন।

ফরাসি মিডফিল্ডারকে অনেক আশা নিয়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনা হলেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। গত মৌসুমে হোসে মরিনহোর একাদশে বেশিরভাগই থাকার সুযোগ হয়নি তার। এবার ভাগ্যে কী আছে, সেটা জানার জন্য অপেক্ষায় থাকতে হবে। অবশ্য প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে একাদশে থেকে লক্ষ্যভেদ করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা।

রাশিয়া বিশ্বকাপের পারফরম্যান্সের কারণেই আবার জুভেন্টাসে ফেরার কথা শোনা গিয়েছিল। তার সাবেক ক্লাব নাকি ফিরিয়ে নিতে আগ্রহী, পরে যোগ হয় বার্সেলোনার নামও। যদিও এবারের দলবদলে ‘বড় অঙ্কের অর্থ’ খরচ করা সম্ভব নয় বলেই জানিয়েছেন কাতালান ক্লাবটির পরিচালক ব্রাইদা। ইতালিয়ান সংবাদমাধ্যম ‘রেডিও স্পোর্তিভা’কে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আমরা পগবার জন্য চেষ্টা করব। তবে সে খুব ভালো খেলোয়াড়।’

ম্যানইউতে যে খুব একটা ভালো নেই ফরাসি তারকা, সেটা কিছুটা হলেও ধারণা করা যায় পগবার এই বক্তব্যে, ‘অনেক কথাই আছে, যেগুলো আমি বলতেই পারে, তবে আবার এমনও অনেক কথা আছে, যা আমি বলতে পারব না। সে যাইহোক, ভালোই আছি।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার