X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পগবাকে নিয়ে সুখী নন মরিনহো

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ২২:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২২:৪৯

হোসে মরিনহো ও পল পগবা হোসে মরিনহো স্পষ্টবাদী মানুষ, সবকিছু পরিষ্কার করে বলতেই ভালোবাসেন। প্রতিপক্ষ তো বটেই, নিজের খেলোয়াড়দের সমালোচনা করতেও আটকান না তিনি। সেটার প্রমাণ পাওয়া গেল আরেকবার। এবার পল পগবার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে স্পষ্ট কথা বলেছেন তিনি।

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের খুব কম ম্যাচেই একাদশে খেলিয়েছেন তিনি ফরাসি মিডফিল্ডারকে। এবারের গ্রীষ্মের দলবদলে পগবাকে তাই বিক্রি করে দেওয়ার খবরও ছাপা হয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যমে। যদিও বিশ্বকাপ জয়ী এই তারকা লিস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচে একাদশে নেমেছিলেন অধিনায়ক হিসেবে। কিন্তু ওই ম্যাচ শেষেই সংবাদমাধ্যমের সামনে মরিনহোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দিয়েছিলেন পগবা।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ সেটা স্বীকারও করেছেন অবলীলায়। শুধু তাই নয়, পগবাকে নিয়ে তিনি কখনই সুখী নন বলে মন্তব্য করেছেন পর্তুগিজ কোচ। শুক্রবার সংবাদ সম্মেলনে মরিনহো বলেছেন, ‘সত্য হলো আমরা দুই বছরের বেশি সময় ধরে একসঙ্গে আছি এবং আমি কখনই ওকে নিয়ে সুখী নই। এখনও না, আর এটাই সত্যি।’

পগবার মন্তব্য তাই মোটেও গায়ে মাখছেন না তিনি, ‘ওর কাছ থেকে আমি বেশি কিছু আশা করি না। ও (লিস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর) কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু চাই ও ভালো খেলুক, আমি চাই ও দলের জন্য খেলুক, ভক্তদের জন্য খেলুক।’

সঙ্গে যোগ করেছেন, ‘পগবা বলেছে সে ভক্ত ও দলের জন্য খেলেছে, আমি তো সেটাই চাই। এর চেয়ে বেশি আর কী চাইতে পারি আমি খেলোয়াড়দের কাছ থেকে। আবারও বলছি, আমি চাই ও ভালো খেলুক।’ ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ