X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুবাইয়ে সমর্থন পাওয়ার আশা মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭

আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন মাহমুদউল্লাহ। বহু জাতিক সংস্কৃতির মিশ্রণ নিয়ে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আরব আমিরাত। দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা নেহাত কম নয়। এশিয়া কাপে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আশা করছেন প্রবাসী বাংলাদেশিদের অকুণ্ঠ  সমর্থন। সেই সমর্থনের অপেক্ষায় সমর্থকদের প্রত্যাশা পূরণে সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা তার।

মঙ্গলবার দুবাইতে প্রথমদিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে মাহমুদউল্লাহ জানালেন প্রবাসীদের সমর্থন প্রত্যাশায় সবটুকু উজাড় করে দেবে বাংলাদেশ, ‘এখানে প্রচুর বাংলাদেশি নাগরিক থাকেন। সুতরাং অনেক বেশি সমর্থন পাবো বলেই বিশ্বাস করছি। আশা করি তারা মাঠে আসবেন, আমাদের সমর্থন করবেন। আমরা তাদের জন্যই ভালো কিছু করবো।’

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সংস্করণে ভালো সময় না কাটেনি বাংলাদেশের। এশিয়া কাপে সেই লঙ্কানদের বিপক্ষেই উদ্বোধনী ম্যাচ। মাহমুদউল্লাহর বিশ্বাস উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল ভালো সূচনা করতে পারবে, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে। তবে শ্রীলঙ্কা শক্তিশালী দল, ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। ওদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে।’ সেই সেরাটা খেলতে দেশের মাটিতে প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন রিয়াদ, ‘আমরা দেশে থাকতে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালো কিছু করতে পারবো। ’

দলীয় লক্ষ্যের পাশাপাশি ব্যক্তিগত ভাবে দারুণ কিছু করার ইচ্ছা সম্প্রতি সিপিএল খেলে আসা মাহমুদউল্লাহর, ‘ব্যক্তিগতভাবে এশিয়া কাপে কিছু করার চেষ্টা করবো। দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে, সেই ভালো লাগা আরও বেড়ে যায় যদি দল জেতে। আমি ব্যাপারটাকে সহজভাবে দেখতে চাই এবং যতোটা সম্ভব পারফর্ম করতে চাই।’

আরব আমিরাতের আবহাওয়া ও কন্ডিশন অনেককেই ভাবাচ্ছে। বিশেষ করে সেখানকার গরম ও আর্দ্রতা। তবে এ নিয়ে ভাবতে চান না মাহমুদউল্লাহ। পেশাদার ক্রিকেটার হিসেবে দ্রুততম সময়ের মধ্যে মানিয়ে নেওয়ার পক্ষে তিনি, ‘এই মুহূর্তে এখানকবার আবহাওয়ায় আর্দ্রতা বেশি। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এর সঙ্গে মানিয়ে চলতে হবে এবং খেলতে হবে। আমরা আবহাওয়ার বিষয়টাকে ইতিবাচকভাবে নিচ্ছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!