X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পেনাল্টিতে দক্ষতা বাড়াতে চান মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭

পেনাল্টিতে দক্ষতা বাড়াতে চান মেসি বিশ্ব ফুটবলে প্রশংসিত হলেও লিওনেল মেসি নিজেকে সব্যসাচী মনে করেন না। পেনাল্টি নেওয়ায় বাজে রেকর্ড সবসময় ভাবায় তাকে। পেনাল্টিতে দক্ষতা বাড়িয়ে এই দুর্বলতা কাটিয়ে উঠতে চান বার্সেলোনা অধিনায়ক।

গোল করতে তো বটেই, করানোতেও দুর্দান্ত মেসি। গত মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি ১২টি গোল করিয়েছেন বার্সা ফরোয়ার্ড। এ বছর লিগে অন্য যে কারও চেয়ে বেশি গোল করেছেন সরাসরি ফ্রি কিকে- ৭টি। কিন্তু পেনাল্টিতে হতাশার চিত্র।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী গত মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৮ পেনাল্টির চারটিতে ব্যর্থ হন। বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়কের পেনাল্টি মিসের দুঃসহ স্মৃতি তো এখনও টাটকা।

সব মিলিয়ে মেসি তার ক্যারিয়ারে ২৪ বার স্পট কিক থেকে গোল করতে পারেননি। পেনাল্টি ভীতি যে তার আছে, সেটা দেখা গেছে কয়েক সপ্তাহ আগে। আন্তর্জাতিক বিরতির আগে হুয়েস্কার বিপক্ষে বার্সার জয়ে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও পেনাল্টি নিতে বলেন লুই সুয়ারেসকে।

কাতালুনিয়া রেডিওকে মেসি তার এই দুর্বলতার জায়গা নিয়ে কথা বলেছেন, ‘পেনাল্টি স্পট থেকে আমি আরও দক্ষতা বাড়াতে চাই। কিন্তু পেনাল্টি নিয়ে কাজ করা কঠিন। ট্রেনিংয়ে ও ম্যাচে পেনাল্টি নেওয়া একই ব্যাপার নয়। হয়তো আপনার মাথায় কোনও পরিকল্পনা আছে কিংবা আপনি কোনও কিছু নিয়ে কাজ করতে চান। কিন্তু এটা যেমনটা মনে করা যায় তার চেয়েও বেশি কঠিন।’

যতই কঠিন হোক না কেন, ১২ গজ দূর থেকে নেওয়া শটের ব্যর্থতা এবার কাটিয়ে উঠতে চান মেসি, ‘গোলরক্ষকের এটা নিয়ে অনেক কিছু করার আছে। তারা যদি সঠিকভাবে অনুমান করতে পারে, তাহলে শট রুখে দিতে পারে। কিন্তু এটা নিশ্চিত যে আমি পেনাল্টি নেওয়ায় ভালো করতে চাই।’

ফ্রি কিক নেওয়ায় সন্তুষ্টির কথা জানালেন মেসি, কিন্তু শিখছেন প্রতিনিয়ত, ‘ফ্রি কিক নেওয়ায় আমি অনেক উন্নতি করেছি, এমনকি ডান পায়ের বেলাতেও। আমি সবসময় শিখতে চেষ্টা করছি এবং প্রত্যেক দিন উন্নতি করতে চাই।’ ইএসপিএনএফসি, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত