X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাহরাইনকে হারাতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৮

বাংলাদেশের অনুশীলন এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে স্বাগতিক বাংলাদেশ মাঠে নামছে আজ। বিকাল সাড়ে তিনটায় স্বাগতিকদের প্রতিপক্ষ বাহরাইন। আর প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে চাইছে বাংলাদেশ দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। সেই আত্মবিশ্বাসে ঢাকার আসরে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য তাদের। দলের কোচ গোলাম রব্বানী ছোটন আগেই বলেছেন, ‘গ্রুপ সেরা হয়ে আমরা পরের পর্বে খেলতে চাই। তাই প্রতিপক্ষ যেই আসুক না কেন, তাদের হারাতে হবে।’

বাহরাইন প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরেছে ৮-০ গোলে। বাংলাদেশ কোচ অবশ্য এতে আরো সতর্ক। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাহরাইন আট গোলে হেরেছে। এখানে আমাদের বরং আরো সতর্ক হতে হবে। যেন ওরা ঘুরে দাঁড়াতে না পারে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই ম্যাচ জিততে পারবো।’

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা সম্প্রতি ছেলেদের সাফ ফুটবলের উদাহরণ দিয়ে এই সফল কোচ বললেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও নেপাল দুর্দান্ত খেলছিল। কিন্তু মালদ্বীপ চ্যাম্পিয়ন হলো। ফুটবলে যে কোনো দিন যেকোনো কিছু হতে পারে। বাহরাইন আগের ম্যাচে খারাপ করেছে কিন্তু তারা আমাদের বিপক্ষে ঘুরে দাঁড়াতেও পারে। তাই কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। ৯০ মিনিট এক তাল-লয়ে খেলতে হবে।’

বাহরাইনের বিপক্ষে মারিয়া-আঁখিদের আগে খেলার কোন ইতিহাস নেই। তাই বাংলাদেশ কোচ প্রথম ম্যাচে জিতেই স্মরণীয় করে রাখতে চান। উল্টো দিকে বাহরাইন কোচ খালেদ হোসেন অবশ্য ঘুরে দাঁড়াতে চাইছেন। কিন্তু তার নিয়মিত একাদশের সাত খেলোয়াড় পড়াশোনার কারণে ঢাকায় আসতে পারেনি।

বাংলাদেশকে সমীহ করে খালেদ হোসেন বলেছেন, ‘স্বাগতিক হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকবে। এছাড়া তারা শক্তিশালী দল। গতবারের গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে খেলেছে। তাদের ভিডিও দেখা হয়েছে। আমরা আগের ম্যাচের চেয়ে ভালো খেলার চেষ্টা করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন