X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০ গোল করেও বাংলাদেশের আক্ষেপ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯

মারিয়া ও শামসুন্নাহারকে নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটনের সংবাদ সম্মেলন

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে বাহরাইনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশের মেয়েরা, জিতেছে ১০-০ গোলে। তবে এত বড় জয়ে টুর্নামেন্ট শুরু করেও মন ভরেনি স্বাগতিকদের কোচ গোলাম রব্বানী ছোটনের। আরও বড় জয় আশা করেছিলেন তিনি।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে ছোটন বলেছেন, ‘যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে বড় জয় এনে দিয়েছে দলকে। আমরা বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। গ্রুপসেরা হতে গোল গড় ভালো রাখা প্রয়োজন। মেয়েদের তাই যত বেশি সম্ভব গোল করার নির্দেশ দেওয়া হয়েছিল। মেয়েরা দলকে বড় জয় এনে দিয়েছে ঠিকই, তবে আরও গোল হতে পারতো। কিন্তু কয়েকটি ওপেন নেট মিস করায় হয়নি।’
জোড়া গোল করলেও অধিনায়ক মারিয়া মান্ডার কণ্ঠে হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ, ‘আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। তবে হ্যাটট্রিক পেলে আরও খুশি হতাম।’

জোড়া গোল করেছেন শামসুন্নাহার জুনিয়রও। তিনি অবশ্য হ্যাটট্রিক না পেয়ে হতাশ নন, ‘আমার দুই গোলে দল জিতেছে বলে ভালো লাগছে। হ্যাটট্রিক করতে তো ভাগ্যের ছোঁয়া লাগবেই।’

বাছাই পর্বের ‘এফ’ গ্রুপে বাংলাদেশের পরের তিনটি ম্যাচ ১৯, ২১ ও ২৩ সেপ্টেম্বর যথাক্রমে লেবানন, আরব আমিরাত ও ভিয়েতনামের বিপক্ষে।

প্রতিযোগিতার গ্রুপ পর্বের ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ উঠবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের সেরা চার দল আগামী বছর মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। তাদের সঙ্গে থাকবে আগেই মূল পর্ব নিশ্চিত করা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং স্বাগতিক থাইল্যান্ড।

/টিএ/এএআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা