X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবার আফগান স্পিনে বিধ্বস্ত বাংলাদেশ

রবিউল ইসলাম, আবুধাবি থেকে
২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৭

সেই আফগান স্পিনেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। আফগান স্পিনারদের ফাঁদে পড়ে নাকানি চুবানি কম খাচ্ছে না বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটে সবশেষ খেলা চার ম্যাচেই আফগান স্পিন জুজুর কাছে পরাজিত হয়েছে সাকিব-মাহমুদউল্লাহরা। বৃহস্পতিবার এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ছিলো একই পরিণতি!

বুধবার ম্যাচের আগের দিনই রশিদ-নবী-মুজিবরের কথা ঘুরে ফিরে এসেছিলো। মাশরাফি অবশ্য সতীর্থদের সাহস দিয়ে আফগান স্পিনারদের খেলার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মাশরাফির সেই ডাকে সাড়া দিতে পুরোপুরিই ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা।

তবে বৃহস্পতিবার আফগান বাকি ক্রিকেটারের তুলনায় রশিদ খানই ভুগিয়েছেন বেশি। দুইশোর নিচে অলআউট হতে পারতো আফগানরা। কিন্তু নিজের জন্মদিনটা স্মরণীয় করে রাখতেই রশিদ খান হয়ে উঠলেন পাক্কা অলরাউন্ডার। ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে দলের স্কোরটাকে চ্যালেঞ্জিং স্কোরে পরিণত করেন। বল হাতে ৯-৩-১৩-২, আফগান লেগ স্পিনারের বোলিং ফিগারই বলে দেয় তার কথা। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে একাই হারিয়ে দেন রশিদ খান। নিজের ২০ বছর পূর্তিটা বাংলাদেশকে হারিয়ে নিশ্চিতভাবেই স্মরণীয় করে রাখলেন তিনি।

আফগানদের বিপক্ষে এমন হারের পর নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরবে! কারণ শুক্রবারই যে সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচের ফল কিছুটা হলেও চিন্তায় ফেলবে টিম ম্যানেজমেন্টকে। যদিও এ ম্যাচে মূল একাদশের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে বিশ্রাম দিতে গিয়েই আফগানদের বিপক্ষে পুরোপুরি তারুণ্য নির্ভর দল নামিয়েছে বাংলাদেশ। সেই দলটি যে এতোটা বাজে ক্রিকেট খেলবে, সেটা বোধহয় কেউ চিন্তাও করেনি।

টানা খেলার কারণে বড় ম্যাচের আগে মুশফিক-মুস্তাফিজকে বিশ্রাম দিতে হয়েছে। এছাড়া কব্জির ইনজুরিতে তামিমের ছিটকে যাওয়াতে দলের ভারসাম্য নষ্ট হয়েছে। তার অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্টকে তরুণদের ওপরই ভরসা রাখতে হচ্ছে। কিন্তু বাঁহাতি পেসার আবু হায়দার রনি এবং মোসদ্দেক হোসেন ছাড়া কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। ওপেনিংয়ে লিটন-শান্তর ব্যর্থতা দিয়ে শুরু। ব্যাট হাতে মেহেদীও দলের প্রয়োজনে অবদান রাখতে ছিলেন ব্যর্থ। অভিজ্ঞ সাকিব-মাহমুদউল্লাহ কিছুটা চেষ্টা করলেও আফগান স্পিনের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি।

ব্যাটিংয়ের দৈন্যদশায় বাংলাদেশের স্কোরবোর্ডের চিত্র দেখে বিস্মিত হতেই হবে। ৫০ ওভারের ক্রিকেটে এতো কম বাউন্ডারি ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনাই বটে। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই বিরল ইতিহাসের সাক্ষী হয়েছেন আজ। প্রথম পাওয়ার প্লেতে রান তুলতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ দ্বিতীয় পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম বাউন্ডারি পায়। ১৪ ওভার দুই বলে মিঠুনের বিদায়ের পর ক্রিজে নেমেই চার দিয়ে রানের খাতা খোলেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসে বাউন্ডারি এসেছে পাঁচটি। দুটি মাহমুদউল্লাহ এবং বাকি তিনটি মেরেছেন মোসাদ্দেক হোসেন।

অথচ দিনের শুরুটা আলোঝলমলে হয়েছিল। কিন্তু সেই আলো আফগানিস্তানের ইনিংসের শেষ ৬ ওভারে এসে দপ করে নিভে যায় রশিদ ঝড়ে। ৪৪ ওভারে সাত উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ছিল ১৮১ রান। সেখান থেকে রশিদ ঝড়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২৫৫। এই ব্যয়বহুল ৬ ওভারেই মূলত ম্যাচ থেকে দূরে সরে যায় লাল-সবুজরা। প্রচণ্ড গরমে আগে ফিল্ডিং করা বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুতেই খেই হারিয়ে বসে। সেখান থেকে ম্যাচে ফেরার মতো কোন জুটি করতে পারেননি ব্যাটসম্যানরা। ফলশ্রুতিতে ১৩৬ রানের বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

২০১৪ এশিয়া কাপেও আফগানদের সঙ্গে প্রথম মোকাবেলাতে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর যেন ফতুল্লার স্মৃতি ফিরে আসলো আধুধাবিতে। যদিও দ্বিপাক্ষিক সিরিজে ২০১৬ সালে ঢাকায় আফগানদের বিপক্ষে আরও একটি ম্যাচ হেরেছিল মাশরাফিরা। সবশেষ এ বছরে দেরাদুনে খেলা টি-টোয়েন্টি সিরিজেও একই অস্ত্রে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান।  

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা