X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হতে ভিয়েতনামের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৯

অনুশীলনে মেয়েরা।

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের সামনে আজ শেষ বাধা ভিয়েতনাম। মারিয়া-সাজেদারা শেষ ম্যাচ জিততে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে নাম লিখতে পারবেন। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় হবে ম্যাচটি, সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

বাংলাদেশ-ভিয়েতনাম দুই দলের সামনেই পরের পর্বে যাওয়ার হাতছানি। দুই দলই তিন ম্যাচে ৯ পয়েন্ট করে পেয়েছে। গোলও করেছে ২৫টি, হজম করেনি একটিও। যেই দল জিতবে সেই দল হবে গ্রুপ সেরা। আর ম্যাচ ড্র হলে সরাসরি টাইব্রেকারে ফল নিষ্পত্তি হবে।

গতবারের চেয়ে এবারের প্রতিযোগিতার ধরন একটু ভিন্ন। গতবার বাছাই পর্বের তিন গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপ মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল। তবে এবার গ্রুপ পর্বের ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ দলকে খেলতে হবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের সেরা চার দল আগামী বছর মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। তাদের সঙ্গে থাকবে আগেই মূল পর্ব নিশ্চিত করা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও স্বাগতিক থাইল্যান্ড। এবার গ্রুপে প্রথম তিন ম্যাচে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। বাহরাইনকে ১০-০, লেবাননকে ৮-০ ও সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে হারিয়ে দারুণ উজ্জীবিত মারিয়ারা।
বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের লক্ষ্য ম্যাচ জয়ের দিকে, ‘আমরা জয়ের জন্য মাঠে নামব। স্বাভাবিক খেলাটা খেলতে চাই এবং নিজেদের খেলাটা খেলেই গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য আমাদের। মেয়েরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে ফরোয়ার্ডদের ফিনিশিং নিয়েও কাজ করছেন এই কোচ। তার কথা, ‘আগের তিন ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছি। অনেক গোলও করেছি। কিন্তু প্রতিপক্ষ শক্তিশালী হলে গোলের সুযোগ বেশি আসবে না। ভিয়েতনামের বিপক্ষে তাই যে সুযোগ আসবে, সেটাই কাজে লাগাতে হবে। ফিনিশিং নিয়ে আরও বেশি কাজ হচ্ছে। আশা করছি শেষ ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারবে দল।’

প্রতিপক্ষ ভিয়েতনাম নিয়ে তার বিশ্লেষণ, ‘ওরা ভালো দল। তাদের তিনটি খেলাই দেখেছি। তারাও আমাদের মতোই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে। কিন্তু আমরা সেটা হতে দেবো না। প্রতিপক্ষকে বুঝে খেলতে হবে আমাদের।’

ভিয়েতনাম কোচ থি মাই লান বাংলাদেশকে বাছাইয়ে সেরা দল মানছেন, ‘আমার কাছে মনে হয় বাছাইয়ে বাংলাদেশ সেরা দল। তারা গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবে। আমরাও জয়ের জন্য নামব। আশা করি দারুণ লড়াই হবে। আগের ম্যাচগুলোতে আমরা যেভাবে সহজে জিতেছি, বাংলাদেশের বিপক্ষে জেতা ওতটা সহজ হবে না।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন