X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে বিসিবির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ১৮:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৮:১০

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে বিসিবির শোক শোকাচ্ছন্ন বাংলাদেশের সংগীতাঙ্গন। দেশের কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব আইয়ু্ব বাচ্চু বৃহস্পতিবার সকালে চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শুধু সঙ্গীতাঙ্গন নয়, পুরো দেশেই নেমে এসেছে শোকের ছায়া।

ব্যান্ড সংগীতের এই মহাতারকার মৃত্যুতে ক্রিকেটাঙ্গনেও বইছে শোকের বাতাস। ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। সংগীতশিল্পী হলেও ক্রিকেট মাঠে প্রায়ই তিনি ছুটে এসেছেন টাইগারদের উৎসাহ দিতে। বিপিএলসহ ক্রিকেটের বেশ কিছু কনসার্টে মঞ্চ মাতিয়েছেন আইয়ুব বাচ্চু।

বৃহস্পতিবার এক শোক বার্তায় বোর্ড প্রধান নাজমুল হাসান এই শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকায় বাংলাদেশ ব্যান্ড সংগীতের আইডল আইয়ুব বাচ্চুর অকাল মৃত্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান খুবই মর্মাহত।

বোর্ড প্রধান তার শোকবার্তায় বলেছেন, ‍‍‘আইয়ুব বাচ্চু ব্যান্ড সংগীতের একজন পথপ্রদর্শক ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, আমি মৃতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা এই অসাধারণ সংগীতকারের মৃত্যুর সময়ে সমগ্র দেশের সঙ্গে শোক প্রকাশ করেছি, যিনি দেশের সীমানা অতিক্রম করে লক্ষ লক্ষ বাংলাদেশি ও তারও বেশি মানুষের মন জয় করেছেন।’

শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহের পাশে হাইকোর্টের মসজিদে আইয়ুব বাচ্চুর নামাজে জানাজা হবে। তার আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে তার কফিন। দুপুরের আগ পর্যন্ত সেখানে মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

শুক্রবার রাতে বিদেশ থেকে তার ছেলে তাজয়াত আইয়ুব ও মেয়ে সাফরা আইয়ুব দেশে আসবেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বৃহস্পতিবার সকালে বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। সকাল সোয়া ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাচ্চু ছিলেন ব্যান্ডদল ‘এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকালিস্ট। আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান শিল্পী-সাংবাদিক-নাট্য ব্যক্তিত্বসহ সাংস্কৃতিক অঙ্গনের লোকজন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই