X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘অপয়া ১৩’ রাব্বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ২১:০৭আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২১:২৯

আকরাম খানের কাছ থেকে ওয়ানডে ক্যাপ পাওয়া রাব্বির অভিষেক ম্যাচ ভালো কাটেনি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। কিন্তু নিজের প্রথম ম্যাচে শূন্য হাতে ফিরেছেন ফজলে মাহমুদ রাব্বি। বাংলাদেশের ১৩তম  ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে শূন্য রানে আউট হয়েছেন তিনি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে রাব্বির মাথায় ক্যাপ পরিয়ে দিয়েছেন আকরাম খান। তবে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের কাছ থেকে পাওয়া ‘পুরস্কার’ অনুপ্রাণিত করতে পারেনি ৩০ বছর বয়সী রাব্বিকে। ৮০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে নেমে তিনি চতুর্থ বলেই কট বিহাইন্ড, টেন্ডাই চাতারার একটু লাফিয়ে ওঠা বল কাট করতে গিয়ে ব্রেন্ডন টেলরের গ্লাভসবন্দি।

মাঠে নামার আগে অধিনায়ক মাশরাফি জাতীয় দলে নতুন সতীর্থকে বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন। কিন্তু অভিষেক ম্যাচে রাব্বি সে সব পরামর্শ কাজে লাগাতে ব্যর্থ। গত শুক্রবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ১৩ রানের পর এবার তার প্রাপ্তি খাতায় শূন্য।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ১২ জন ক্রিকেটার শূন্য রানে আউট হয়েছেন অভিষেকে। সর্বশেষ উদাহরণ ২০১৩ সালে, হাম্বানতোতায় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষিক্ত জিয়াউর রহমান আউট হন রানের খাতা না খুলেই। 

বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলে ১৯৮৬ সালে, কলম্বোতে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। স্বাভাবিকভাবে সেদিন লাল-সবুজ পতাকাকে প্রতিনিধিত্ব করা ১১ জনেরও অভিষেক হয়েছিল। সেই ম্যাচে নুরুল আবেদীন নোবেল, গাজী আশরাফ হোসেন লিপু, জাহাঙ্গীর শাহ বাদশা এবং সামিউর রহমান রান করতে পারেননি।

অভিষেকে শূন্য করার পরের ঘটনা ১৯৮৮ এশিয়া কাপে। চট্টগ্রামে ভারতের বিপক্ষে হারুনুর রশিদ লিটন সঙ্গী হন লজ্জার রেকর্ডের। এরপর ১০ বছর এমন লজ্জা পেতে হয়নি বাংলাদেশকে। ১৯৯৮ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে জাকির হোসেন আউট হয়ে যান প্রথম বলেই। মানে ‘গোল্ডেন ডাক’।

২০০২ সালে কিমবার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রফিকুল ইসলাম বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে শূন্য করেন অভিষেকে। পরের বছর ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে সংখ্যাটা আটে নিয়ে যান মনিরুজ্জামান।

এক সময় আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত আফতাব আহমেদও অভিষেক  ম্যাচে রান করতে পারেননি। ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ফিরে আসেন শূন্য রানে।

পরের বছর লজ্জায় পড়েন এনামুল হক জুনিয়র। তার অভিজ্ঞতা আবার ভিন্ন! চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে কোনও বল খেলার আগেই রান আউট হয়ে যান তিনি। ২০০৮ সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শূন্য করার লজ্জায় পড়েন ডলার মাহমুদ। এক দশক পর সেই মাঠে একই তিক্ত অভিজ্ঞতা হলো রাব্বির।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!