X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শহীদুলের ৫ উইকেট শিকারে লড়াইয়ে মধ্যাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯


৫ উইকেট নিয়েছেন মধ্যাঞ্চলের শহীদুল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের খেলায় শুরুটা বল হাতে দারুণ করেছিলো পূর্বাঞ্চল। বগুড়ায় মধ্যাঞ্চলকে ১১৮ রানে গুটিয়ে দিয়েছিলো। জবাবে পূর্বাঞ্চলকেও বেশি দূর যেতে দেননি ডানহাতি পেসার শহীদুল ইসলাম। তার ৫ উইকেট শিকারে দলটি প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৮৬ রানে।

চট্টগ্রামে অপর ম্যাচে দক্ষিণাঞ্চলের ৩২৯ রানের বিপরীতে উত্তরাঞ্চল দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে ২ উইকেটে ১৩৬ রান।

মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল

১ উইকেটে ৩৭ রানে দিন শুরু করা পূর্বাঞ্চল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খেলতে নেমে। সালাউদ্দীন শাকিল দলীয় ৫৯ রানে শামসুর রহমানকে বিদায় দিলে দিনের শুরুতেই হোঁচট খেয়ে বসে তারা। একই রানে পরের ওভারে মোহাম্মদ আশরাফুলকে শূন্য রানে বিদায় দেন শহীদুল। এমন বিদায়ের মিছিল ছিলো পুরো ইনিংস জুড়ে। শুধু সর্বোচ্চ ৪১ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। মিডল অর্ডারে ৩৪ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং ২৭ রান করেন ফরহাদ রেজা। তাতেও দলের উইকেট পতন থামানো যায়নি। তারা গুটিয়ে যায় ১৮৬ রানে।

৬২ রানে ৫ উইকেট নেন শহীদুল ইসলাম। দুটি করে নেন শাহাদাত হোসেন ও সালাউদ্দীন শাকিল।

তাদের অল্পতে বেঁধে রাখায় এবার আগের ইনিংসের চেয়ে শক্ত হাতে লড়াই করছে মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ১৩৯ রান। দিন শেষে তারা এগিয়ে ৭১ রানে। দিনটা আরও বড় তৃপ্তি নিয়েই শেষ করতে পারতো মধ্যাঞ্চল। যদি না দিনের শেষ বলে বিদায় নিতেন সেট ব্যাটসম্যান আব্দুল মজিদ। ৬৭ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যানকে ফেরান মোহাম্মদ আশরাফুল । ক্রিজে আছেন ওপেনার পিনাক ঘোষ (৫২)।

দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল

আগের দিনেই ২৮০ রানে ৯ উইকেট হারিয়ে বসেছিলো দক্ষিণাঞ্চল। শেষটা যখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো তখন শেষ দিকে দেয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন মেহেদী হাসান। তার দৃঢ় চেতা ব্যাটিংয়ে আরও কিছু রান যোগ হয় স্কোরবোর্ডে। ৩২৯ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চল। ৬৩ রানে অপরাজিত ছিলেন মেহেদী। কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে শেষ উইকেটে জুটি গড়েছিলেন। কামরুল ইসলাম রাব্বিকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার আব্দুর রাজ্জাক।

জবাবে উত্তরাঞ্চল শুরুতে বিপদে পড়ে যায় মাত্র ১০ রানে দুই উইকেট হারিয়ে। দলের বিবর্ণ সেই অবস্থায় হাল ধরেন জুনায়েদ সিদ্দিক ও নাঈম ইসলাম। তাদের মাটি কামড়ে থাকা ব্যাটিংয়ে ২ উইকেটে ১৩৬ রানে দিন শেষ করেছে উত্তরাঞ্চল। জুনায়েদ ৭০ রানে অপরাজিত আছেন আর ৬২ রানে অপরাজিত আছেন নাঈম ইসলাম। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ