X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মাশরাফি ভাইকে আরও অনেক দিন দলে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩

মাশরাফিকে আরও অনেক দিন জাতীয় দলে চান মিরাজ গুঞ্জনটা বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে ক্রিকেটাঙ্গনে। আগামী বিশ্বকাপের পর নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মাশরাফি মুর্তজা! যদি তা-ই হয়, তাহলে ঘরের মাঠে এটাই তার শেষ সিরিজ। প্রিয় সতীর্থের অবসরের গুঞ্জনে ক্রিকেটাররা বিষাদে আক্রান্ত। মেহেদী হাসান মিরাজ তো আরও অনেক দিন জাতীয় দলে দেখতে চান ‘নড়াইল এক্সপ্রেস’কে।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইউনিসেফের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে মিরাজ বলেছেন, ‘মাশরাফি ভাই অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। জানি না আগামী পরশু (শুক্রবার) ঘরের মাঠে তিনি শেষ ম্যাচ খেলবেন কিনা। তবে আমরা চাই, মাশরাফি ভাই আরও অনেক দিন জাতীয় দলে খেলুক।’

দ্বিতীয় ওয়ানডেতে শাই হোপের দুর্দান্ত ইনিংসের কাছে হার মানলেও তিন ম্যাচের সিরিজ জিততে আশাবাদী এই তরুণ অফস্পিনার, ‘সিলেটে আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ অপেক্ষা করছে। আমরা অবশ্য এমন ম্যাচই ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ ম্যাচ জিতে আমরা সিরিজ নিশ্চিত করেছিলাম। আশা করি, দেশের মাটিতেও তেমনটা করতে পারবো। মাশরাফি ভাইয়ের জন্য হলেও ম্যাচটা জিততে চাই আমরা।’

মিরাজের মতে, মঙ্গলবার টাইগারদের হারের অন্যতম কারণ স্লগ ওভারে পেসারদের ব্যর্থতা, ‘আমাদের পেসাররা স্লগ ওভারে ভালো করতে পারেনি। এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। শেষ ম্যাচে এই সমস্যার সমাধান করে মাঠে নামতে হবে।’

অন্তত তিনটি ক্যাচ মিসের মাশুল দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ। মিরাজ অবশ্য এটাকে খেলার অংশ বলেই মনে করছেন, ‘ক্যাচ মিস হতেই পারে, এটা খেলারই অংশ। আমাদের ফিল্ডাররা কিন্তু অনেক কঠিন ক্যাচ নিয়েছেন অতীতে। আশা করি, পরের ম্যাচে ফিল্ডাররা আরও সতর্ক থাকবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা