X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পিএসজির সামনে ম্যানইউ, জুভেন্টাসের প্রতিপক্ষ অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:০৪

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই বারুদে উত্তেজনা। সোমবার ড্র ভাগ্যে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেই-ম্যানচেস্টার ইউনাইটেড। জুভেন্টাসের প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ। গতবারের রানার্স-আপ লিভারপুলের সামনে পড়েছে বায়ার্ন মিউনিখ। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। বার্সেলোনা খেলবে অলিম্পিক লিওঁর বিপক্ষে, আর রিয়ালের প্রতিপক্ষ আয়াক্স।

টানা চতুর্থ চ্যাম্পিয়নস লিগ জেতার মিশন রিয়ালের। সাফল্যের ধারা সচল রাখতে নকআউট পর্বে তাদের সামনে আয়াক্স। ‘ই’ গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল ডাচ ক্লাবটি। যদিও এই গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া বায়ার্নকে স্বস্তিতে থাকতে দেয়নি তারা। তাই বর্তমান চ্যাম্পিয়ন ‘লস ব্লাঙ্কোদের’ কাজটাও সহজ হবে না।

তাদের স্প্যানিশ প্রতিপক্ষ বার্সেলোনা পেয়েছে লিওঁকে। ‘এফ’ গ্রুপে বেশ কষ্ট করেই ফরাসি ক্লাবকে পেতে হয়েছে শেষ ষোলোর টিকিট। তবে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই হারিয়ে দেওয়ার পর ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করে তারা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। তাই বার্সেলোনাকেও দুই লেগে দিতে হবে কঠিন পরীক্ষা।

তবে উত্তেজনাকর ফুটবলে রিয়াল ও বার্সেলোনার দুটো ম্যাচকেও ছাড়িয়ে যাবে পিএসজি-ম্যানইউয়ের দ্বৈরথ। শিরোপা প্রত্যাশী দল দুটিকে গ্রুপ পর্বেই দিতে হয়েছে কঠিন পরীক্ষা। শেষ ষোলোতে আরও বড় ম্যাচ। ইউরোর ঝনঝনানিতে গড়া পিএসজির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন টিকে থাকে, নাকি জোসে মরিনহোর অধীনে ম্যানইউয়ের সোনালি দিন ফেরে, সেই উত্তেজনা গায়ে মাখতে শুরু করেছে ফুটবলপ্রেমীরা ড্রয়ের পর।

জুভেন্টাস-অ্যাতলেতিকো ম্যাচের অপেক্ষাতেও ফুটবলভক্তরা। তাতে ক্রিস্তিয়ানো রোনালদোর আবারও দেখা হয়ে যাচ্ছে অ্যাতলেতিকোর সঙ্গে। গত গ্রীষ্মের দলবদলে নগরপ্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি যোগ দিয়েছেন তুরিনের ক্লাবে। শেষ ষোলোর ম্যাচ দিয়ে তিনি আবার ফিরছেন মাদ্রিদে।

গ্রুপ পর্বে লিভারপুল ও বায়ার্নের কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। শেষ ষোলোতে এসে তারাই দাঁড়িয়ে যাচ্ছে মুখোমুখি। যাতে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যোগ হচ্ছে আরেকটি উত্তেজনাকর দ্বৈরথ।

ম্যানসিটি পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। ইংলিশ চ্যাম্পিয়নরা খেলবে জার্মান ক্লাব শালকের বিপক্ষে। আরেক ইংলিশ ক্লাব টটেনহামের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। আর রোমার সামনে পর্তুগিজ ক্লাব পোর্তো। উয়েফা ডটকম

শেষ ষোলোর লাইনআপ:

ম্যানচেস্টার ইউনাইটেড-প্যারিস সেন্ত জার্মেই

জুভেন্টাস-অ্যাতলেতিকো মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ-আয়াক্স

বার্সেলোনা-অলিম্পিক লিওঁ

লিভারপুল-বায়ার্ন মিউনিখ

ম্যানচেস্টার সিটি-শালকে

টটেনহাম-বরুশিয়া ডর্টমুন্ড

রোমা-পোর্তো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী