X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লার বিপক্ষে আত্মবিশ্বাসী খুলনা

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৭ জানুয়ারি ২০১৯, ১৭:০৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:০৯

কুমিল্লার বিপক্ষে আত্মবিশ্বাসী খুলনা খুলনা টাইটানস থেকে একটা কথাই বারবার বলা হয়েছিল- একটি জয় চায় তারা। সেই জয়টি ধরা দিয়েছে সিলেট পর্বে এসে। রাজশাহী কিংসের বিপক্ষে এবারের বিপিএলের প্রথম জয়ে আত্মবিশ্বাস ফিরেছে খুলনা ক্যাম্পে। ফিরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও জয়ের প্রত্যাশা দলটির অলরাউন্ডার আরিফুল হকের।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার মুখোমুখি হবে খুলনা। ওই ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার পুরো দল নিয়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন কোচ মাহেলা জয়াবর্ধনে। অনুশীলন শেষে খুলনার অলরাউন্ডার আরিফুল হক জানিয়েছেন, কুমিল্লার বিপক্ষে জয়ের ধারা সচল রাখতে তারা আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘শেষ ম্যাচটি জিতে আমরা আত্মবিশ্বাসী। আমাদের উইনিং কম্বিনেশন দরকার ছিল, আমরা তা পেয়েছি। এই মুহূর্তে মানসিকভাবে আমরা ভালো অবস্থানে আছি। আশা করি ভালো মুহূর্তটা সামনের ম্যাচেও নিয়ে যেতে পারব।’

সোমবার দলের সঙ্গে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। ভ্রমণ ক্লান্তির কারণে মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে খেলানো হয়নি লঙ্কান পেসারকে। তবে শুক্রবার কুমিল্লার বিপক্ষে মালিঙ্গার একাদশে থাকার সম্ভাবনাই বেশি। তার অন্তর্ভুক্তিতে দলে ভারসাম্য ফিরবে বলে মনে করেন আরিফুল, ‘মালিঙ্গা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। তার অভিজ্ঞতাও অনেক। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ ৪ ওভার পাবো, যা আমাদের দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ম্যাচ জয়ে তিনি অবদান রাখতে পারবেন।’

খুলনার ব্যাটিংয়ে লোয়ার মিডল অর্ডারে থাকা আরিফুল ও কার্লোস ব্র্যাথওয়েটের দায়িত্ব ম্যাচ শেষ করে আসা। যদিও কাজটা ঠিকমতো করতে পারছেন না তারা। অবশ্য শেষ ম্যাচে আরিফুলের দায়িত্বশীল ২৬ রানেই স্কোরবোর্ডে ১২৮ রান তুলতে পারে খুলনা।

এই স্কোর নিয়ে জয় পেলেও খুলনার ব্যাটিং খুব ভোগাচ্ছে। আর এর দায়টা নিজের কাঁধেই নিলেন আরিফুল, ‘আমাদের টপ অর্ডারে রান হচ্ছে, কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না। ব্র্যাথওয়েট অন্যতম সেরা হিটার, সেও পারছে না। আমি এবং ব্র্যাথওয়েট নিচের দিকে একটু রান করতে পারলে স্কোরটা ভালো হবে। আশা করি সামনের ম্যাচে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ