X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়ার লক্ষ্য বসুন্ধরা কিংসের

তানজীম আহমেদ
১৮ জানুয়ারি ২০১৯, ১৩:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৩:২৩

আজ (শুক্রবার) শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। ১৩ দলের এবারের প্রতিযোগিতায় দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস। লিগ শুরুর আগে দলগুলোর প্রস্তুতি কেমন, কী তাদের প্রত্যাশা, আর তা পূরণে লক্ষ্যই বা কী- তা নিয়ে বাংলা ট্রিবিউনের এই ধারাবাহিক আয়োজন। আজ  থাকছে নবাগত বসুন্ধরা কিংসকে নিয়ে-

বসুন্ধরা কিংস ঢাকার মাঠে দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলা কোনও ফুটবলার খেলছেন। চমকটা মৌসুমের শুরুতে দিয়েছে বাংলাদেশের ফুটবলে নতুন শক্তি বসুন্ধরা কিংস। শুধু বিশ্বকাপ খেলা খেলোয়াড়কে দলে ভিড়িয়ে নয়, অন্য তিন বিদেশির সঙ্গে জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় নিয়ে নিজেদের আগমনী বার্তা দিয়েছে তারা মৌসুমের প্রথম দুই প্রতিযোগিতার সাফল্যে।

ফেডারেশন কাপের ফাইনালে রানার্স-আপ হওয়ার আক্ষেপ জুড়িয়েছে বসুন্ধরা কিংস স্বাধীনতা কাপের শিরোপা জিতে। সাফল্যের ধারা ধরে রেখে প্রিমিয়ার লিগের প্রথম মৌসুম স্মরণীয় করে রাখার লক্ষ্য তাদের। অভিষেকে ইতিহাস গড়তে চায় লিগের ট্রফি জিতে।

দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বেশ আত্মবিশ্বাসী। সবশেষ দুই প্রতিযোগিতার অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘দুটি প্রতিযোগিতার মধ্যে একটির শিরোপা জিতেছি, একটিতে হয়েছি রানার্স-আপ। আমরা ভালো করেই জানি লিগে বড় কয়েকটি দল আছে। আমাদের কাজ সহজ হবে না, অনেক পথ পাড়ি দিতে হবে।’

তাই বলে ব্রুজন কোনও চাপ নিচ্ছেন না। দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। স্বাধীনতা কাপের ট্রফি প্রেরণা জোগাচ্ছে এই স্প্যানিশ কোচকে, ‘কোনও চাপ নিচ্ছি না। লিগটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। স্বাধীনতা কাপ আমাদের অনুপ্রেরণা জোগাবে। দলে ভালো খেলোয়াড় আছে, আমরা আশাবাদী লিগ চ্যাম্পিয়ন হতে পারব।’

বসুন্ধরা কিংসের মূল আকর্ষণ কোস্টারিকার জার্সিতে বিশ্বকাপ খেলা দানিয়েল কোলিনদ্রেস। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে নিজেকে চিনিয়েছেন, এবার লিগের বড় আসরে নতুন করে প্রমাণের পালা। কোস্টারিকান এই ফরোয়ার্ড নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন, ‘ভালো প্রস্তুতি নিয়েছি। দুটি আসরে আমাদের সামর্থ্য দেখিয়েছি। লিগেও আমাদের পারফরম্যান্স দেখানোর চেষ্টা থাকবে। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। আমি দলের জন্য খেলে থাকি, তবে গোল পেলে ভালো লাগবে।’

কোলিনন্দ্রেস ছাড়া আরও তিন বিদেশি দলের অন্যতম মুখ্য চরিত্রে। কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দেশোবিকোভ, স্প্যানিশ ডিফেন্ডার হোর্হে গোতোর ব্লাসের সঙ্গে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ ও মাহবুবুর রহমান সুফিলসহ অন্যরাও ইতিহাসের সাক্ষী হতে চান প্রথম মৌসুমেই বসুন্ধরা কিংসের লিগ শিরোপা জিতিয়ে।

সবুজ শুনালেন সেই কথাই, ‘বসুন্ধরা কিংসকে লিগের ট্রফি জেতার জন্যই আমরা মাঠে নামব, যেন প্রথম আসরটি সবাই মনে রাখে। প্রথম ম্যাচ থেকেই আমরা জয়ের লক্ষ্যে খেলব। আশা করছি প্রতিটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’

স্থানীয় খেলোয়াড়: মিতুল হাসান, সুশান্ত ত্রিপুরা, নুরুল নাঈম ফয়সাল, রেজাউল করিম রেজা, দিদারুল হক, ইমন মাহমুদ, মাশুক মিয়া জনি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মাহবুবুর রহমান সুফিল, সাদ্দাম হোসেন অ্যানি, কৃষ্ণ মালি, রিদওয়ান বিন রহমান রাকিন, মোহাম্মদ সালাউদ্দিন, আলমগীর কবির রানা, মোহাম্মদ ইব্রাহিম, শোয়েব মিয়া, আনিসুর রহমান জিকো, সোহানুর রহমান, মোহাম্মদ শামীম, নাঈম উদ্দিন, নাসিরউদ্দিন চৌধুরী, রাকিবুল ইসলাম তুষার, রোকনুজ্জামান কাঞ্চন, রাকিবুল ইসলাম, বিশাল দাশ, সালাউদ্দিন শেখ, সানোয়ার হোসেন ও নূর মোহাম্মদ।

বিদেশি খেলোয়াড়: দানিয়েল কোলিনন্দ্রেস, বখতিয়ার দেশোবিকোভ, হোর্হে গোতোর ব্লাস ও মার্কোস ভিনিসিয়াস।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা