X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাফিজের ব্যাটে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ০১:২৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০১:২৭

হাফিজের ব্যাটে জিতল পাকিস্তান টেস্টে হোয়াইটওয়াশ হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে শুরু করলো পাকিস্তান। মোহাম্মদ হাফিজের অপরাজিত হাফসেঞ্চুরিতে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে তারা।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জে’স পার্কে আগে ব্যাট করে ২ উইকেটে ২৬৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৯.১ ওভারে পাকিস্তান ২৬৭ রান করে ৫ উইকেটে।

ওয়ানডে অভিষেকে রাসি ফন ডার ডাসেন ঝলমলে এক ইনিংস খেলেন। যদিও ৭ রানের আক্ষেপ ছিল তার। ৮২ রানে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙলে হাশিম আমলার সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। ১০১ বলে ৬ চার ও ৩ ছয়ে ৯৩ রানে হাসান আলীর কাছে উইকেট হারান ফন ডার ডাসেন।

১২০ বলে ৭ চার ও ১ ছয়ে ১০৮ রানে অপরাজিত ছিলেন আমলা। ডেভিড মিলার ১৬ রানে টিকে ছিলেন। ওপেনার রিজা হেন্ড্রিকস ৪৫ রান করেন।

হাসান ছাড়া পাকিস্তানের পক্ষে অন্য উইকেটটি নেন শাদাব খান।

লক্ষ্যে নেমে ইমাম উল হক তিনটি কার্যকরী জুটি গড়েন। ফখর জামানের (২৫) সঙ্গে ৪৫ রান যোগ করেন উদ্বোধনী জুটিতে। এরপর ৯৪ রানের সেরা জুটি গড়েন বাবর আজমকে (৪৯) নিয়ে।

সেঞ্চুরির ইঙ্গিত দিয়েও সফল হতে পারেননি ইমাম। হাফিজের সঙ্গে তার ৪৬ রানের জুটি ভাঙেন ওয়ানডেতে অভিষিক্ত হওয়া ডুয়েন্নে অলিভিয়ের। ৮৬ রান করেন এই ওপেনার। শোয়েব মালিক (১২) ও সরফরাজ আহমেদ (১) উপযুক্ত সঙ্গ দিতে না পারলেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন হাফিজ। ৩৫তম হাফসেঞ্চুরি করে শাদাবের সঙ্গে ৪৪ রানের অপরাজিত জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। ৬৩ বলে ৮ চার ও ২ ছয়ে ৭১ রানে অপরাজিত ছিলেন ম্যাচসেরা হাফিজ।

অলিভিয়ের প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ