X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নেপিয়ারে ভারতের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডেও চলছে ভারতের আধিপত্য। সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ডি/এল মেথডে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। ৫ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।

নেপিয়ারে জয়টা ভারতের হলেও তাদের অপেক্ষার মুখে ফেলে দিয়েছিলো ‘সূর্য’! ভারতীয় ইনিংসের সময় পরতি সূর্যের অবস্থানের কারণে খেলা বন্ধ হয়েছিলো প্রায় আধা ঘণ্টা। প্রশ্ন জাগতেই পারে আলো থাকার পরেও কেন এমনটি হলো? কারণ তখন সূর্যের আলো ব্যাটসম্যানকে ফেলে দিচ্ছিলো বিপদে। সরাসরি সেই রশ্মি গিয়ে ব্যাটসম্যানের চোখে পড়ার কারণে অপেক্ষায় থাকতে হয় সূর্যের পরিবর্তিত অবস্থানের জন্য। ঘটনাটা ম্যাচের ১০ ওভার পর। 

নেপিয়ারে এর আগেও এমন ঘটেছে বেশ কয়েকবার। ম্যাক্লিন পার্কে দুই বছর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের একটি টি-টোয়েন্টি ম্যাচও ঝুলে ছিলো একই কারণে। অবশ্য প্রাকৃতিক কারণের চেয়ে এমন ঘটনার জন্য দায়ী এর পিচ! সাধারণত বেশির ভাগ পিচের দিকমুখিতা হয় উত্তর-দক্ষিণ। কিন্তু ম্যাক্লিন পার্কে পিচের অবস্থান পূর্ব পশ্চিম। তাতেই বার বার ঘটছে এমন বিপত্তি।

ভারতের ইনিংসের আগে অবশ্য টস জিতে ব্যাটিং নিয়েছিলো নিউজিল্যান্ড। আগে ব্যাটিং নিয়েও ভারতীয় বোলার কুলদীপ যাদব ও মোহাম্মদ সামির বোলিংয়ে তাদের প্রতিরোধ ছিলো ক্ষণস্থায়ী। তারা ৩৮ ওভারে গুটিয়ে গেছে ১৫৭ রানে। সর্বোচ্চ ৬৪ রান আসে কেন উইলিয়ামসনের ব্যাটে।

৩৯ রানে ৪ উইকেট নেন কুলদীপ আর ১৯ রানে ৩টি নেন সামি। দুটি নেন চাহাল। জবাবে ভারতের জয় পেতে লাগে ৩৪.৫ ওভার। দুই উইকেট হারানো এই জয়ে সর্বোচ্চ স্কোর আসে ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ৭৫ রানে অপরাজিত ছিলেন। সঙ্গী ভারতীয় অধিনায়ক কোহলি ৪৫ রান করে ফিরলে ধাওয়ানের পরবর্তী সঙ্গী ছিলেন রাইডু।

 ম্যাচসেরা হন ৬ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তিন উইকেট নেওয়া সামি। নিউজিল্যান্ডের ওপেনারদের সাজঘরে ফিরিয়েছেন তিনিই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা