X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ভালো খেলার প্রত্যাশা সাব্বির-মিরাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮

সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডে আগের প্রতিটি সফর ছিল ব্যর্থতায় ভরা। এবার অন্তত ওয়ানডে সিরিজে ভালো খেলতে মরিয়া বাংলাদেশ। বুধবার নিউজিল্যান্ডের পথে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভালো খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান।

বিপিএলের জন্য একসঙ্গে পুরো দল যেতে পারেনি। বুধবার মিরাজ-সাব্বিরের সঙ্গে বিমানে উঠেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নাঈম হাসান, লিটন দাস এবং ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। আগামী শনিবার মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলামের রওনা হওয়ার কথা।

একটু আগে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আশা অফস্পিনার মিরাজের কণ্ঠে, ‘আমরা দ্বিতীয় দলের কয়েক দিন আগে যাচ্ছি। আশা করি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। অবশ্য আগেও আমরা নিউজিল্যান্ড গিয়েছিলাম। তাই ওদের কন্ডিশন সম্পর্কে আমাদের ভালোই ধারণা।’

বিপিএলে খেলার সুবাদে ম্যাচ প্র্যাকটিস ভালো হবে বলেই তার বিশ্বাস, ‘বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগবে আমাদের। ওখানে আমাদের তেমন সাফল্য নেই। তবে এবার সাফল্য পেতে আমরা আশাবাদী। নিউজিল্যান্ডে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। আশা করি, এই চ্যালেঞ্জে জিততে পারবো।’

মিরাজের মতো সাব্বিরও ভালো করতে আত্মবিশ্বাসী, ‘দল হিসেবে আমরা আগের চেয়ে অনেক পরিণত। আশা করি, এবার নিউজিল্যান্ডে আমরা সফল হবো।’ ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা এই ব্যাটসম্যান আরও বলেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় সুযোগ। এটাকে আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলা যেতে পারে। আমি অধিনায়ক ও নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চাই।’

নিউজিল্যান্ড সফরে নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানেডিনে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথমবারের মতো তিনটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে প্রথম, ৮ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় এবং ১৬ মার্চ ক্রাইস্টচার্চে তৃতীয় টেস্ট শুরু হবে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ